রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণরত বিমান বিধ্বস্তের ঘটনায় আহত হওয়ার ৪ মাস পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে স্কুলটির শিক্ষার্থী সায়্যবিা মেহজাবিন। এই সময়ে তার শরীরে মোট ৭২ বার ড্রেসিং করা হয়েছে।
দীর্ঘ ১২৮ দিন পর বুধবার (২৬ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় যায় মেহজাবিন।
জানা গেছে, মেহজাবিন স্কুলটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বিমান বিধ্বস্তের ঘটনায গুরুতর আহত হয় সে। পরে কয়েক দফায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে। তার শরীরে ছয়বার চামড়া প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মেহজাবিনের শরীরে মোট ৭২ বার ড্রেসিং করা হয়েছে।
গত ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তেই পুড়ে যায় কয়েকশ কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক। আগুন থেকে উদ্ধার করে একেএকে হতাহতদের নেওয়া হয় হাসপাতালে।
এই ঘটনায় ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৩৬ জন শিক্ষার্থী ও শিক্ষকের। এর আগে হাসপাতালটি থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গুরুতর দগ্ধ হওয়া ৩৫ জন। এখনো ভর্তি আছে আবিদুর রহমান নামে আরেক ছাত্র। তার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।