কামরুল হাসান : আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে। নির্বাচনী মাঠে বিএনপির মনোনীত প্রার্থীদের প্রচারণা যেমন জোরদার হচ্ছে, তেমনি বিএনপি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত—এমন অভিযোগ তুলেছেন জেলা বিএনপির আহবায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মানিকগঞ্জ–৩ আসনের ধানের শীষের প্রার্থী আফরোজা খানম রিতা।
বুধবার রাতে মানিকগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত জনসংযোগ ও নির্বাচনী প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“ধানের শীষের বিজয় ঠেকাতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসব মোকাবেলায় গণতন্ত্রকামীদের ঐক্যবদ্ধ জনমতই হতে পারে সবচেয়ে বড় শক্তি।”
রিতা বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল। পরিবর্তনের আকাঙ্ক্ষায় মানুষ যেমন আগ্রহী, তেমনি ষড়যন্ত্রের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
“একটি গুপ্ত গ্রুপ নানাভাবে কাজ করছে। তাই আমাদের সজাগ থাকতে হবে। দেশের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের ভবিষ্যৎ—সবকিছু নির্ভর করছে একটি সঠিক সিদ্ধান্তের ওপর।”
তিনি মানিকগঞ্জ–৩ আসনের জনগণের উদ্দেশে বলেন,“মানিকগঞ্জকে অবনতির দিকে ঠেলে দেওয়া যাবে না। সারা বাংলাদেশ জানে, মানিকগঞ্জ ধানের শীষের ঘাঁটি—এই ঐতিহ্য রক্ষায় আমাদের একতাবদ্ধ থাকতে হবে।”
সভায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসংযোগ কর্মসূচির বিষয়ে রিতা বলেন,“এই ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার রূপরেখা। জনগণ চাইলে আমরা পারব গণতান্ত্রিক রাষ্ট্রকে পুনর্গঠন করতে।”
তিনি বলেন,“বিএনপি জনগণ ও দেশের উন্নয়নের কথা চিন্তা করেই রাজনীতি করে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা লড়েছি এবং লড়াই করছি। উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে—
কর্মসংস্থান বৃদ্ধি,শিক্ষা ও স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন,দুর্নীতি দমন,স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা—এসব বিষয় দ্রুত বাস্তবায়ন করা হবে।
রিতার ভাষায়,“মানিকগঞ্জ–৩ আসনের মানুষের ভালোবাসাই আমার রাজনৈতিক শক্তি। মানুষ পরিবর্তন চায়—তারা ন্যায়বিচার চায়, তারা প্রকৃত উন্নয়ন চায়। আমরা ঐক্যবদ্ধ থাকলে জনগণই পরিবর্তনের পক্ষে রায় দেবে।”
ধানের শীষকে বিজয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন,“মানিকগঞ্জের মানুষ ধানের শীষকে ভালোবাসেন। এই ভালোবাসার মর্যাদা রাখতে হবে। ধানের শীষকে বিজয়ী করলেই মানিকগঞ্জবাসী জয়ের পথ তৈরি করবে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি মো. সবদার হোসেন চপল।
সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ তুহিনুর রহমান তুহিন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিন্নাহ।
মঞ্চে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান,অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার,গোলাম আবেদীন কায়সার,
অ্যাডভোকেট জহীর আলম খান লোদী,
নাসির উদ্দিন যাদু,গোলাম কিবরিয়া সাঈদ,
আব্দুস সালাম বাদল,রফিক উদ্দিন ভূঁইয়া হাবু,আসাদুজ্জামান খান দোলন,
অ্যাডভোকেট আরিফ লিটন,ড্যাব সভাপতি ডা. বদরুল আলম,জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ,জেলা মহিলা দলের সভাপতি সাবিহা হাবিব,
পৌর মহিলা দলের সভাপতি আয়েশা আক্তার,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অ্যাডভোকেট জিন্নাহ খানসহ অঙ্গসংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং শত শত সাধারণ মানুষ সভায় অংশ নেন।
সবশেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য, তারেক রহমানের সুস্বাস্থ্য–দীর্ঘায়ু কামনা করেন এবং দেশের শান্তি–কল্যাণে দোয়া চান।
এর আগে তিনি জেলা শিল্পকলা একাডেমিতে দি হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের দশকপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সময় কাটান।