বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আসন্ন নির্বাচন জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে : ড. মুহাম্মদ ইউনূস   * নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আরও এক বার্তা দিলেন অর্থ উপদেষ্টা   * এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা   * ময়মনসিংহে বাবা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার   * রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন   * অক্টোবরে সড়ক দুর্ঘটনায় ৪৬৯ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি   * ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন   * গাজীপুরে এক রাতে ৩ বাসে আগুন   * পঞ্চগড়ে পুরোপুরি শীতের আমেজ, তাপমাত্রা ১২ দশমিক ৬   * পুরান ঢাকায় ‘সন্ত্রাসী’ মামুনকে গুলি করা দুই শুটার গ্রেফতার  

   জাতীয়
নির্বাচনি প্রচারে শোডাউন নিষিদ্ধ
  Date : 12-11-2025

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের ক্ষেত্রে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন আচরণবিধি অনুযায়ী, কোনো দল, প্রার্থী বা তাদের সমর্থকরা বাস, ট্রাক, নৌযান বা মোটরসাইকেলসহ যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা বা শোডাউন করতে পারবেন না। এছাড়া মশাল মিছিল, ড্রোন কিংবা হেলিকপ্টার থেকে প্রচারণা চালানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর নবম ধারায় এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন আচরণবিধি অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী বা তাদের পক্ষে অন্য কেউ নির্বাচনি প্রচারণায় বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন ব্যবহার করে মিছিল, জনসভা কিংবা শোডাউন করতে পারবেন না। এছাড়া যানবাহনসহ বা যানবাহন ব্যতীত কোনো ধরনের মশাল মিছিলও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচনি প্রচারে হেলিকপ্টার বা অন্য আকাশযান ব্যবহারেরও ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে দলীয় প্রধান, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদধারীরা যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন। এ সময় হেলিকপ্টার থেকে কোনো লিফলেট, ব্যানার বা প্রচার সামগ্রী বিতরণ বা নিক্ষেপ করা যাবে না।

মনোনয়নপত্র দাখিলের সময়ও প্রার্থীদের জন্য কড়াকড়ি নির্ধারণ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কোনো ধরনের মিছিল বা শোডাউন করা যাবে না এবং এ সময় প্রার্থী বা তার প্রতিনিধিসহ সর্বোচ্চ পাঁচজন ব্যক্তি রিটার্নিং কর্মকর্তার কাছে যেতে পারবেন। ভোটের দিন যান চলাচলের নিষেধাজ্ঞা কার্যকর থাকলে ভোটকেন্দ্রের নির্ধারিত এলাকায় অনুমোদিত ব্যক্তিবর্গ ছাড়া কেউ মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক যান চালাতে পারবেন না বলে উল্লেখ করা হয়েছে।

আচরণ বিধিমালার এ ধারায় আরও বলা হয়েছে, নির্বাচনি প্রচারণা ও ভোটগ্রহণ চলাকালে ড্রোন বা কোয়াডকপ্টারসহ যেকোনো প্রকার আকাশযন্ত্র ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এসব বিধিনিষেধ অমান্য করলে প্রার্থী বা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



  
  সর্বশেষ
আল্লাহুমা ধ্বনিতে আখেরী মোনাজাতে শেষ হলো কেরানীগঞ্জে তাবলীগ জামাতের ৫ দিনের জোড় ইজতেমা
নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আরও এক বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
এবার বাড্ডায় একজনকে গুলি করে হত্যা
নাশকতা-অপতৎপরতা প্রতিরোধে ১৩ নভেম্বর রাজপথে থাকবে ৮ দল



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]