সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮   * বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব   * চট্টগ্রামে গোডাউনে আগুন   * সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে যুক্ত হলেন ৪১৭ নাবিক   * পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা   * ভূমিকম্প নিয়ে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর   * ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬০০০ কোটি টাকা   * কৃষকের ধান কেটে মাড়াই করে দেয়ার মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যারিস্টার পুতুল।   * মানিকগঞ্জ-১ আসনে ৩১ দফা প্রচারণায় গণতন্ত্র, স্বচ্ছতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতি দিলেন এস এ জিন্নাহ কবির   * মানিকগঞ্জে বাউল আবুল সরকারকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ৪  

   রাজনীতি
নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হতে পারে: জামায়াতের আমির
  Date : 22-11-2025

জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচন জেনোসাইড (জাতিগত গণহত্যা) হওয়ার আশঙ্কা আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দল নির্বাচনের দিন গণভোট চায় না বলেও জানান।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে আল জামিয়াতুল ইসলামিয়া মাদরাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, ‘স্থানীয় নির্বাচনের কথা বলছি না, এখন তা সম্ভব নয়। এই সময়ের মধ্যে আমরা অবাস্তব কথা বা দাবি করছি না, করবও না। আমি জামায়াতের বিজয় চাই না, জনগণের বিজয় চাই। নির্বাচনের দিন গণভোট চাই না। নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনে জেনোসাইড হওয়ার আশঙ্কা আছে।

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন তিনি। জামায়াতে আমির বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড আমাদের তৈরি করতে হবে। যথাসময়ে নির্বাচন হতে হবে, নয়তো দেশে সংকট তৈরি হবে।’

বিভিন্ন দলের সঙ্গে জোট করা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচনে জামায়াতে ইসলামী কারও সঙ্গে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সঙ্গে নির্বাচনি সমঝোতা করতে পারে।’

শফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ এখন ইতিহাসের বাঁকে এসে দাঁড়িয়েছে। এ জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল, তারা সেটি না করে তার অপব্যবহার করেছে, নিজেদের পকেট ভরেছে।’

জামায়াত আমির বলেন, ‘দেশপ্রেম, ভিশন, আন্তরিকতা ও সৎ নেতৃত্ব না থাকার কারণে বারবার সুযোগ এলেও তা হাতছাড়া হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানের পর যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আর হাতছাড়া হতে দেওয়া যাবে না।’

তিনি বলেন, ‘পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত। এটি জনগণের স্বার্থে বাস্তবায়ন করতে হবে। এমনকি আমরা ক্ষমতায় গেলেও কথা দিচ্ছি যে— পিআর আমরা বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, ‘দেখেন, আমাদের এতো পজিটিভ এজেন্ডা— আমরা জাতির জন্য কী করব, এগুলো ভাবতে আর বলতে বলতে সময় চলে যায়। কাউকে খোঁচানোর জন্য কিংবা কারও খোঁচার জবাব দেওয়ার সময় আমাদের নেই।’

এর আগে দুপুরে ঝালকাঠির নেছারাবাদ মাদরাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। সেখানে তিনি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, ‘আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশিশক্তি ব্যবহার হবে না। কোনো গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে।’

তিনি আরও বলেন, ‘সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। কারও রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’



  
  সর্বশেষ
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮
বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব
চট্টগ্রামে গোডাউনে আগুন
বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]