সোমবার, নভেম্বর ২৪, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮   * বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব   * চট্টগ্রামে গোডাউনে আগুন   * সামরিক প্রশিক্ষণ শেষে নৌবাহিনীতে যুক্ত হলেন ৪১৭ নাবিক   * পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা   * ভূমিকম্প নিয়ে স্বস্তির বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর   * ২২ দিনে রেমিট্যান্স এলো ২৬০০০ কোটি টাকা   * কৃষকের ধান কেটে মাড়াই করে দেয়ার মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন ব্যারিস্টার পুতুল।   * মানিকগঞ্জ-১ আসনে ৩১ দফা প্রচারণায় গণতন্ত্র, স্বচ্ছতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের প্রতিশ্রুতি দিলেন এস এ জিন্নাহ কবির   * মানিকগঞ্জে বাউল আবুল সরকারকে ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষে আহত ৪  

   রাজনীতি
কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক
  Date : 24-11-2025

মিথ্যা মামলা ও বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে নির্বাচনে যাবে না জাতীয় পার্টি
প্রেস বিজ্ঞপ্তি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির বিষয়ে জানতে বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করেন।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন বিভক্ত, দেশে এখনো ‘মব কালচার’ চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি এবং অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযৌক্তিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন পূর্বে এসব মামলা ও বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।
এ বিষয়ে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ মহাসচিব জানতে চান জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা। জবাবে পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই নির্বাচন উপযোগী নয়। দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক নয়, মব কালচার চলমান, জুলাই–আগস্টে দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি এবং বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এসব প্রত্যাহার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি — বিষয়টি কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
 



  
  সর্বশেষ
ভারতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬, আহত ২৮
বাংলাদেশের উদার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানালেন কমনওয়েলথ মহাসচিব
চট্টগ্রামে গোডাউনে আগুন
বিভক্তির কারণে সাংবাদিকরা নিজেরাই রাজনীতিকদের পকেটে ঢুকে যান



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]