চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত টেকনাফ থানার মশিউর
তারিখ
:
19-02-2020
মোঃ আবু সায়েম:
৩য় বারের মতো চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজার জেলার টেকনাফ থানার চৌকস পুলিশ কর্মকর্তা মশিউর রহমান ।ডিসেম্বর মাসের মাসের সার্বিক কার্যক্রম বিবেচনাপূর্বক মোট তিনটি ক্যাটাগরিতে অবদান রাখায় তাকেঁ এ সম্মাননা প্রদান করা হয়। বুধবার ১৯ শে ফেব্রুয়ারি মাসিক কল্যাণ সভা চট্টগ্রাম পুলিশের ডিআইজির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক পিপিএম,বিপিএম (বার)। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম রেঞ্জে সর্বোচ্চ অস্ত্র ও গুলি উদ্ধার, মাদক উদ্ধার এবং সার্বিক কার্যক্রম বিবেচনাপূর্বক কক্সবাজার জেলার টেকনাফ থানার এসআই মশিউর রহমানকে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মানাস্বরুপ ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আবুল ফয়েজ (ক্রাইম) এবং চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের সকল পুলিশ কর্মকর্তাগণ । উল্লেখ্য যে, কক্সবাজার জেলার টেকনাফ থানায় এসআই মশিউর রহমান যোগদানের পর থেকে মাদক নির্মূল, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক , অস্ত্র উদ্ধার সর্বোপরী টেকনাফ থানাকে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত করতে অগ্রণী ভূমিকা পালন করেন। ফলশ্রুতিতে তারঁ এ কৃতিত্বের জন্য টানা ৩য় বারের মতো চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার লাভ করেন। । চট্টগ্রাম রেঞ্জে শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হওয়ায় এক প্রতিক্রিয়ায় মশিউর রহমান বলেন, প্রতিটি পুরস্কার আসলে খুবই ভালো লাগে।
কার্যক্ষেত্রে কাজের গতিকে তরান্বিত করে, প্রেষণা সৃষ্টি করে। তিনি আরো বলেন,মাদকমুক্ত টেকনাফ থানা গড়তে আমি যে প্রতিশ্রুতি নিয়ে যোগদান করেছিলাম.তা বাস্তবায়ন করার জন্য আমার মানসিক ও শারীরিক শ্রম অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ টেকনাফ থানাকে একটি মডেল থানায় বাস্তাবায়ন করতে আমাদের সকল কার্যক্রম বিদ্যমান থাকবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]