বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ   * লি‌বিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদে‌শি   * ৬৭৮ কোটি মানিলন্ডারিং, ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা   * বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস   * শেখ হাসিনার ফাঁসির রায়ের কপি পাঠানো হবে ২ মন্ত্রণালয়ে   * রাজসাক্ষী সাবেক আইজিপি মামুনের ৫ বছর কারাদণ্ড   * সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড   * মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড   * ভোটে শতভাগ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ডিসিদের নির্দেশ প্রধান উপদেষ্টার   * চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া-নিউমোনিয়া  

   শিল্প-সাহিত্য
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন উম্মে ফারহানা
  Date : 04-07-2025

বিশেষ প্রতিবেদক: ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার-২০২৩ পেয়েছেন উম্মে ফারহানা সহ দেশের চার সাহিত্যিক। চার ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তদের মধ্যে তরুণ সাহিত্যিক পুরস্কার পেয়েছেন উম্মে ফারহানা, তার ছিল টক টু মি সাহিত্যকর্মের জন্য।
এছাড়া, আজীবন সম্মাননায় হাসনাত আবদুল হাই, প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদের জন্য সম্মাননা পেলেন আমিনুল ইসলাম ভুঁইয়া, তার সাহিত্য কর্ম প্লেটো প্রবেশিকা, কবিতা ও কথাসাহিত্যে পুরস্কার পেয়েছেন ধ্রুব এষ। ধ্রুবর সাহিত্য কর্ম- আমাদের পরাবাস্তব টাউনের দিনরাত্রি।
শুক্রবার (৪ জুন) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, যুক্তরাষ্ট্র বা লন্ডন থেকে চিন্তাভাবনা আসবে আর আমরা তাই চর্চা করবো, এমন চিন্তাভাবনা বাদ দিতে হবে। আমাদের ইতিহাস ঐতিহ্য আছে, সেখান থেকে আমাদের চিন্তা করতে হবে। আর সেই কাজটি করবেন আমাদের কবি, সাহিত্যিক ও চিন্তকরা। আর এ ধরনের পুরস্কার চিন্তকরা প্রেরণা পাবে।
পুরস্কার প্রাপ্তদের উদ্দেশে তিনি বলেন, এ প্রাপ্তিতে দেশের প্রতি আপনাদের দায়িত্ব বেড়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেলপাওয়ার পর লেখা বন্ধ করেননি, বরং আরও প্রাজ্ঞ হয়েছিল। যারা বলেন, আমাদের দেশে কিছু হবে না, এসব লেখকরা সেই সব মানুষের চৈতন্যোদয়ে ভূমিকা রাখবে।
দৈনিক সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- ব্র্যাক ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ফারুক মঈনুদ্দীন, নির্বাচক অধ্যাপক ফয়জুল লতিফ চৌধুরী, পুরস্কার বিজয়ী হাসনাত আব্দুল হাই, আমিনুল ইসলাম ভূঁইয়া, ধ্রুব এষসহ অনেকে।
উল্লেখ্য যে, পুরস্কার প্রাপ্তদের মধ্যে আজীবন সম্মানা বিজয়ী পেয়েছেন পাঁচ লাখ টাকা। প্রবন্ধ, আত্মজীবনী ভ্রমন ও অনুবাদ এবং কবিতা ও সাহিত্যে প্রত্যেকে দুই লাখ টাকা করে এবং তরুণ সাহিত্য পুরস্কার বিজয়ী পেয়েছেন এক লাখ টাকা। এ ছাড়া ক্রেস্ট ও সম্মাননা পান প্রত্যেকে।



  
  সর্বশেষ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
মানিকগঞ্জে অগ্নিসন্ত্রাসে পারভেজ হত্যাকান্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
প্রকাশ্যে ‘সোলজার’-এর ফার্স্ট লুক পোস্টার, তানজিন তিশার চমক



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]