রাজধানীর শ্যামপুরে সন্ধ্যার পর ফ্লাইওভারের ওপর থেকে নিচে ২টি স্থানে ৩টি ককটেল নিক্ষেপের পর বিষ্ফোরনের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর কদমতলী বিক্রমপুর প্লাজা ও সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্যামপুর থানা ধীন ফ্লাইওভারের ওপর থেকে কদমতলী থানা ধীন বিক্রমপুর প্লাজার সমানে দুইটি ও সেতু মার্কেটের সামনে একটি ককটেলসহ মোট তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে ককটেলগুলো বিস্ফোরণ হলে আশপাশে থাকা লোকজন ভয়ে ছোটাছুটি শুরু করে। তবে, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ ঘটনায় শ্যামপুর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ জানান, সন্ধ্যার পর শ্যামপুরের দুটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ককটেলগুলো ফ্লাইওভারের ওপর থেকে নিচে নিক্ষপ করা হয়। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছে।