রাজধানীর দারুস সালাম থানার রোজিনা পেট্রোল পাম্পের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম সরকার।
তিনি জানান, দারুস সালাম থানা এলাকায় রোজিনা পেট্রোল পাম্পের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও দুটি বিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।