বাংলার জন্য ক্লিক করুন
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ব্রাজিলে বন্যায় নিহত বেড়ে ১৪৩   * চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট শুরু মঙ্গলবার   * সমাজ পরিবর্তনে পোশাকশিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: পাটমন্ত্রী   * বিএনপির ভারতীয় পণ্য বর্জন আন্দোলন মুখ থুবড়ে পড়েছে : পররাষ্ট্রমন্ত্রী   * খাদ্যে মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ   * তথ্যপ্রযুক্তিতে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ : পলক   * এনবিআর-কাস্টমসের হয়রানির বিষয় মন্ত্রিসভায় তোলা হবে: নানক   * ঢাকাকে বাসযোগ্য করতে সব প্রতিশ্রুতি রক্ষা করবো: মেয়র আতিক   * মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তের আগে কনডেম সেলে নয়: হাইকোর্টের রায়   * জাতির পিতার সমাধিতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর শ্রদ্ধা  

   রাজধানী -
                                                                                                                                                                                                                                                                                                                                 
ক্রেতা আসতে শুরু করেছে গরুর ফার্মে

ঈদুল আজহার সময় দেশজুড়ে কোরবানিযোগ্য পশুর চাহিদা থাকে ব্যাপক। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর রাজধানীর বিভিন্ন জায়গায় পশুর হাট বসলেও অনেকে ফার্ম থেকে কোরবানিযোগ্য পশু কিনতে পছন্দ করেন। অনেক ক্রেতা আগেই এসব ফার্মে গিয়ে কোরবানির পশু পছন্দ করে অগ্রিম টাকা পরিশোধ করে বুকিং দিয়ে রাখেন। তাই কোরবানি ঘিরে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন খামার সংশ্লিষ্টরা।

গত কয়েক বছরে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অসংখ্য পশুর খামার। এসব খামারে মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করেই পশু লালনপালন করা হয়। তবে বছরের অন্য সময়ও এসব খামার থেকে পশু কিনতে পারেন ক্রেতারা। দেশের বিভিন্ন স্থান থেকে ছোট গরু সংগ্রহ করে এসব খামারে লালনপালন করে ঈদের সময় বিক্রি করা হয়।

শনিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর রামপুরার ডিআইটি রোডের ‘আলইকুয়া ক্যাটল ফার্ম’ ঘুরে দেখা যায়, ফার্মে থাকা পশু পালনের জন্য প্রতিটি স্লট বিভিন্ন জাতের গরুতে ভরা। পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। কর্মীদের কেউ কেউ পশুগুলোকে খাবার খাওয়ানোসহ নানাভাবে কাজে ব্যস্ত সময় পার করছে।


ফার্ম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনেকে এসেছেন কোরবানির জন্য গরু দেখতে। কেউ কেউ আগ্রহ নিয়ে কথা বলছেন। তবে এখনো বিক্রি শুরু হয়নি।


ফর্মের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন ভূইয়া সনি বলেন, আশপাশে ক্যাটল ফার্ম তেমন নেই। তাই রামপুরা এলাকার লোকজন গরু দেখতে আসেন। আমার এখানে রামপুরা ও শাহজাহানপুর এলাকার লোকজন বেশি আসেন।

জানতে চাইলে তিনি বলেন, আমরা পাবনা, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি এলাকা থেকে গরু সংগ্রহ করি। এবারের প্রস্তুতি আমরা আরও কয়েক মাস আগে থেকেই নিয়েছি। তবে বাজারে গো-খাদ্যের দাম বেশি। কোরবানির পশু প্রস্তুত করতে এই বাজারে খরচা বেড়ে গেছে। সাইজ অনুযায়ী এবার গরুর দাম গতবারের চেয়ে কিছুটা বেশি মনে হতে পারে ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ফার্মের মালিকদের দোষ দিয়ে লাভ নেই।

মহিউদ্দিন বলেন, আমার ফার্মে বেশ কয়েকটি জাতের ৩০টির বেশি গরু রয়েছে। এগুলো আমাদের ফার্মেই প্রস্তুত করা। এছাড়াও ২/৩ দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও গরু আসবে। বর্তমানে আমার ফার্মে ৮০ থেকে ৮০০ কেজি ওজনের গরু রয়েছে। ক্রেতারা চাইলে ৪০ হাজার টাকা বুকিং দিয়ে কোরবানির আগ পর্যন্ত আমাদের এখানে গরু রাখতে পারবেন। তারা চাইলে আমরা কোরবানির আগে তাদের কাছে পৌঁছে দেওয়ার সুবিধা দেব।

রাজধানীসহ আশপাশের এলাকায় অর্ধশত গরুর খামার রয়েছে। পশুর বাজারের পাশাপাশি কোরবানির ঈদে এসব খামারে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বিশেষ করে ঈদের আগের রাতে তো কথাই নেই। মূলত যারা পশুর হাটের ঝামেলা এড়াতে চান, তাদেরই বেশি দেখা মেলে এসব খামারে।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মনে করছে, দেশে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। তারা বলছে, এ বছর কোরবানির জন্য ১ কোটি ৩০ লাখের বেশি পশু রয়েছে। তাই এবার বিদেশ থেকে পশু (গরু-মহিষ) আমদানির অনুমতি দেওয়া হবে না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, দেশে চাহিদা অনুযায়ী কোরবানির পশু রয়েছে। এ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পশু আমদানির প্রশ্নই ওঠে না। যদি কেউ আমদানি করে তাহলে লোকসানে পড়বে।

গত বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। তার মধ্যে ১ কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি করা হয়েছিল।

কোরবানি হওয়া গবাদিপশুর মধ্যে গরু ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি, মহিষ ১ লাখ ৭ হাজার ৮৭৫টি, ছাগল ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি, ভেড়া ৫ লাখ ২ হাজার ৩০৭টি এবং অন্যান্য পশু ছিল ১ হাজার ২৪২টি।

ক্রেতা আসতে শুরু করেছে গরুর ফার্মে
                                  

ঈদুল আজহার সময় দেশজুড়ে কোরবানিযোগ্য পশুর চাহিদা থাকে ব্যাপক। ঈদকে কেন্দ্র করে প্রতি বছর রাজধানীর বিভিন্ন জায়গায় পশুর হাট বসলেও অনেকে ফার্ম থেকে কোরবানিযোগ্য পশু কিনতে পছন্দ করেন। অনেক ক্রেতা আগেই এসব ফার্মে গিয়ে কোরবানির পশু পছন্দ করে অগ্রিম টাকা পরিশোধ করে বুকিং দিয়ে রাখেন। তাই কোরবানি ঘিরে কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি নেন খামার সংশ্লিষ্টরা।

গত কয়েক বছরে রাজধানীর বিভিন্ন জায়গায় ব্যক্তি উদ্যোগে গড়ে উঠেছে অসংখ্য পশুর খামার। এসব খামারে মূলত ঈদুল আজহাকে কেন্দ্র করেই পশু লালনপালন করা হয়। তবে বছরের অন্য সময়ও এসব খামার থেকে পশু কিনতে পারেন ক্রেতারা। দেশের বিভিন্ন স্থান থেকে ছোট গরু সংগ্রহ করে এসব খামারে লালনপালন করে ঈদের সময় বিক্রি করা হয়।

শনিবার (১১ মে) সন্ধ্যায় রাজধানীর রামপুরার ডিআইটি রোডের ‘আলইকুয়া ক্যাটল ফার্ম’ ঘুরে দেখা যায়, ফার্মে থাকা পশু পালনের জন্য প্রতিটি স্লট বিভিন্ন জাতের গরুতে ভরা। পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। কর্মীদের কেউ কেউ পশুগুলোকে খাবার খাওয়ানোসহ নানাভাবে কাজে ব্যস্ত সময় পার করছে।


ফার্ম সূত্রে জানা গেছে, ইতোমধ্যে অনেকে এসেছেন কোরবানির জন্য গরু দেখতে। কেউ কেউ আগ্রহ নিয়ে কথা বলছেন। তবে এখনো বিক্রি শুরু হয়নি।


ফর্মের তত্ত্বাবধায়ক মহিউদ্দিন ভূইয়া সনি বলেন, আশপাশে ক্যাটল ফার্ম তেমন নেই। তাই রামপুরা এলাকার লোকজন গরু দেখতে আসেন। আমার এখানে রামপুরা ও শাহজাহানপুর এলাকার লোকজন বেশি আসেন।

জানতে চাইলে তিনি বলেন, আমরা পাবনা, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গাসহ বেশ কয়েকটি এলাকা থেকে গরু সংগ্রহ করি। এবারের প্রস্তুতি আমরা আরও কয়েক মাস আগে থেকেই নিয়েছি। তবে বাজারে গো-খাদ্যের দাম বেশি। কোরবানির পশু প্রস্তুত করতে এই বাজারে খরচা বেড়ে গেছে। সাইজ অনুযায়ী এবার গরুর দাম গতবারের চেয়ে কিছুটা বেশি মনে হতে পারে ক্রেতাদের। দাম বৃদ্ধির জন্য ফার্মের মালিকদের দোষ দিয়ে লাভ নেই।

মহিউদ্দিন বলেন, আমার ফার্মে বেশ কয়েকটি জাতের ৩০টির বেশি গরু রয়েছে। এগুলো আমাদের ফার্মেই প্রস্তুত করা। এছাড়াও ২/৩ দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আরও গরু আসবে। বর্তমানে আমার ফার্মে ৮০ থেকে ৮০০ কেজি ওজনের গরু রয়েছে। ক্রেতারা চাইলে ৪০ হাজার টাকা বুকিং দিয়ে কোরবানির আগ পর্যন্ত আমাদের এখানে গরু রাখতে পারবেন। তারা চাইলে আমরা কোরবানির আগে তাদের কাছে পৌঁছে দেওয়ার সুবিধা দেব।

রাজধানীসহ আশপাশের এলাকায় অর্ধশত গরুর খামার রয়েছে। পশুর বাজারের পাশাপাশি কোরবানির ঈদে এসব খামারে ক্রেতাদের ভিড় থাকে চোখে পড়ার মতো। বিশেষ করে ঈদের আগের রাতে তো কথাই নেই। মূলত যারা পশুর হাটের ঝামেলা এড়াতে চান, তাদেরই বেশি দেখা মেলে এসব খামারে।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মনে করছে, দেশে চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু বিক্রির জন্য প্রস্তুত রয়েছে। তারা বলছে, এ বছর কোরবানির জন্য ১ কোটি ৩০ লাখের বেশি পশু রয়েছে। তাই এবার বিদেশ থেকে পশু (গরু-মহিষ) আমদানির অনুমতি দেওয়া হবে না।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ডা. মোহাম্মদ রেয়াজুল হক বলেন, দেশে চাহিদা অনুযায়ী কোরবানির পশু রয়েছে। এ নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পশু আমদানির প্রশ্নই ওঠে না। যদি কেউ আমদানি করে তাহলে লোকসানে পড়বে।

গত বছর সারা দেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি। তার মধ্যে ১ কোটি ৪১ হাজার ৮১২টি পশু কোরবানি করা হয়েছিল।

কোরবানি হওয়া গবাদিপশুর মধ্যে গরু ৪৫ লাখ ৮১ হাজার ৬০টি, মহিষ ১ লাখ ৭ হাজার ৮৭৫টি, ছাগল ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি, ভেড়া ৫ লাখ ২ হাজার ৩০৭টি এবং অন্যান্য পশু ছিল ১ হাজার ২৪২টি।

অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি : মেয়র আতিক
                                  

 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, শাড়ি-পাঞ্জাবি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শনীর আয়োজন হয়। ময়লা-আবর্জনার প্রদর্শনী আমরা প্রথমবারের মতো আয়োজন করলাম। খাল পরিষ্কার করতে গিয়ে আমরা অভিজাত এলাকায় অভিজাত সব ময়লা পেয়েছি।

তিনি বলেন, প্যারিস খাল, লাউতলা খাল, গুলশান লেকে দেখলাম অভিজাত এলাকার অভিজাত সব ময়লা। তখন আমার কাছে মনে হলো ময়লা-আবর্জনাগুলো রেখে দিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করি। যেন মানুষ এগুলো দেখে নিজেরা সচেতন হয়।

শনিবার (১১ মে) রাজধানীর গুলশান-২ এ ডিএনসিসির নগর ভবনের সামনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খালে, ড্রেনে ও যত্রতত্র ফেলে দেওয়া বর্জ্যের প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, প্রদর্শনী করতে চেয়েছিলাম ৩ দিনের। তবে এই প্রদর্শনী চলবে আগামী শনিবার (১৮ মে) পর্যন্ত। এখানে সব ধরনের আবর্জনা আছে। ড্রেন ও খাল থেকে আমরা পেয়েছি সোফা, সুটকেস, কমোড ও রিকশা। তোশক, বালিশ ও রিকশা যদি ড্রেনে, খালে বা লেকের মধ্যে ফেলা হয়, তাহলে তো জলাবদ্ধতা হবেই। কোন কোন খাল, লেক বা ড্রেন থেকে কোন ময়লা-আবর্জনা সংগ্রহ করেছি তাও লিখে রাখা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, আসুন আমরা ড্রেনে, খালে বা লেকে কোনও ধরনের ময়লা না ফেলি। গত ৬ মাস যাবত আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করে যাচ্ছি। আরেক দিক থেকে ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এ প্রদর্শনীর আয়োজন করেছি। নগরবাসীদের বলতে চাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত প্রয়োজন। রাজধানীতে কোটি লোকের বসবাস। নগরবাসী যদি এগিয়ে না আসে রাজধানী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের (ডিএনসিসির) জন্য দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে।

মেয়র বলেন, এডিস মশার মৌসুম চলে এসেছে। কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি হচ্ছে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমরা কাজ করব। আজকের প্রদর্শনীতে স্কুলের শিক্ষার্থীরা এসেছে। পরশুদিন ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাও আসবে। এ ধরনের প্রচারণা আমাদের চালাতে হবে।

ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
                                  

রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. হাসমত (৪০) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

হাসমতের সহকর্মী জাহাঙ্গীর বলেন, সকালে একটি নির্মাণাধীন ভবনে আমরা কয়েকজন পাইলিংয়ের কাজ করছিলাম। হাসমত একটি লোহার পাইপ লম্বালম্বি দাঁড় করানোর সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা এখনো তার পূর্ণ ঠিকানা পাইনি। শুধু নাম জেনেছি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

মহাখালী বাস টার্মিনালের অবৈধ ২৫ দোকান উচ্ছেদ
                                  

ঢাকা: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আন্তঃজেলা মহাখালী বাস টার্মিনালের পাশে অবৈধভাবে গড়ে তোলা একটি খাবারের হোটেলসহ ২৫টি দোকান গুড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

বুধবার (৮ মে) দুপুরে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মাহে আলমের নেতৃত্বে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ও মো. জালাল উদ্দীন এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক সালমা জাহান খুকি।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নাইন বলেন, মহাখালী বাস টার্মিনালের সীমানায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে এই দোকানগুলো চলছিল। একাধিকবার তাদেরকে নোটিশ করা হলেও তারা সরে যায়নি। মেয়রের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা এসব দোকান উচ্ছেদ করা হয়েছে। ফলে এখন বাস টার্মিনালে আসা বাসগুলো পার্কিং করতে পারবে। সড়কে এলোমেলোভাবে বাস রাখা বন্ধ হবে এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।

ছায়ানটে রবীন্দ্র-উৎসব, আজ শেষ দিন
                                  

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক চর্চাকেন্দ্র ছায়ানটের দুই দিনের রবীন্দ্র–উৎসব শুরু হয়েছে গতকাল। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে ছিল প্রথম দিনের আয়োজন। আজ উৎসবের শেষ দিন।

প্রথম দিনের আয়োজনে একক ও সম্মেলক কণ্ঠের গানের সঙ্গে নৃত্য ও আবৃত্তি পরিবেশনায় সেজেছিল বর্ণিল এ উৎসব। সম্মেলক নাচ-গানের মধ্যে দিয়ে গতকাল অনুষ্ঠান শুরু হয়। শিল্পীরা সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান- কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, সফল করো হে প্রভু আজি সভা, অসীম কালসাগরে ভুবন ভেসে চলেছে।

একক, দলীয় গানের পাশাপাশি গীতি আলেখ্য ‘তারেই খুঁজে বেড়াই’ পরিবেশন করেন শিল্পীরা। রবীন্দ্রনাথের বাউল পর্যায়ের গান নিয়ে সাজানো হয় গীতিআলেখ্য- তাঁরেই খুঁজে বেড়াই। গানের ফাঁকে রবীন্দ্রনাথের লেখা থেকে পাঠের মধ্য দিয়ে তুলে ধরা হয় বাউলদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনা।

অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পীদের মধ্যে ইফফাত বিনতে নাজির, আব্দুল ওয়াদুদ, এ টি এম জাহাঙ্গীর, নুসরাত জাহান রুনা, ফারহিন খান জয়িতা, অনিরুদ্ধ সেনগুপ্ত, সুমনা বিশ্বাস, সেমন্তী মঞ্জরী, লিলি ইসলাম প্রমুখ শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।

আজ (বৃহস্পতিবার) উৎসবের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে সন্ধ্যা ৭টায়। একক ও সম্মেলক গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠান সূচি।

ওড়না নিয়ে খেলার সময় ফাঁস লেগে শিশুর মৃত্যু
                                  

অনলাইন ডেস্ক : রাজধানীর দনিয়াতে ওড়না নিয়ে খেলার সময় জানালার গ্রিলের সঙ্গে ফাঁস লেগে নুসরাত জাহান (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ মে) রাত ৯টার দিকে দনিয়ার আনন্দবাজার এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে রাত ৯টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

নুসরাতের গ্রামের বাড়ি বরিশালের নলচর গ্রামে। পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর দনিয়া আনন্দবাজার এলাকার একটি বাসায় থাকতেন তিনি। নুসরাত একটি মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নুসরাতের মামা মো. রিয়াজ বলেন, নুসরাতের মা-বাবা তাকে বাসায় রেখে দরজায় তালা দিয়ে বাইরে যান। কিছুক্ষণ পরে বাসায় এসে তালা খুলে ভেতরে এসে দেখেন জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে নুসরাত।

তিনি বলেন, পাশের লোকজন জানান ওড়না নিয়ে নুসরাত জানালার গ্রিলের সঙ্গে খেলাধুলা করছিল। খেলতে খেলতে ওড়না গলার সঙ্গে প্যাঁচ লেগে ঝুলে থাকে বলে আমরা জানতে পেরেছি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কেমিক্যালে কলা পাকানোয় ব্যবসায়ীকে জরিমানা
                                  

ঢাকা: অনুমোদনহীন কেমিক্যাল দিয়ে অপরিপক্ব কাঁচা কলা পাকানোর অপরাধে রাজধানীর এক ফল ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৭ মে) রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একতা ফল মার্কেটে অভিযান চালিয়ে মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) মো. আবদুস সালাম।

অভিযানে দেখা যায়, মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে অনুমোদনহীন রাইপেন, ইথিলিন ও ক্যালসিয়াম কার্বাইডের মিশ্রণ স্প্রে করে অপরিপক্ব কাঁচা কলা পাকানো হচ্ছে। এ অপরাধে ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।

পরে দক্ষিণ যাত্রাবাড়ী একতা মার্কেট ব্যবসায়ী সমিতির সঙ্গে সচেতনতামূলক ও সতর্কতামূলক সভা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে
                                  

 

এপ্রিল মাসজুড়ে দেশের ওপর দিয়ে বয়ে যায় তাপপ্রবাহ। গত মাসে কখনো তীব্র, কখনো অতি তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। গত ৩০ এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোরে। এর আগের দিন ২৯ এপ্রিল ঢাকায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস।

তবে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হওয়ায় চলতি মে মাসের শুরু থেকেই কমতে শুরু করে তাপমাত্রা। ফলে ঢাকাসহ সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা কমার এ ধারাবাহিকতায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছে ৩০ ডিগ্রির নিচে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত শুক্রবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস, পরের দিন শনিবার যা নেমে আসে ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াসে। রোববার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। রোববার পর্যন্ত ঢাকায় তাপপ্রবাহ থাকলেও সোমবার তা নেমে আসে ৩০ ডিগ্রির নিচে। ওইদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা কমে প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রাও প্রায় তিন ডিগ্রি কমে যায়। ওইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৬ ডিগ্রি, যা আগের দিন রোববার ছিল চুয়াডাঙ্গায় ৪০.৩ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে মঙ্গলবার (৭ মে) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১৩৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের ফেনী জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ১২৯ মিলিমিটার।

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি
                                  

তীব্র তাপপ্রবাহের পর অবশেষে ঢাকায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে দেখা মিলেছে বৃষ্টির। রোববার (৫ মে) থেকে শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। সোমবার রাতেও বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে প্রাকৃতিক পরিবেশে অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মানেরও উন্নতি হয়েছে।

মঙ্গলবার (৭ মে) সকাল ৮টা ৫৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১১ নম্বরে।

বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩৬০ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। পাকিস্তানের লাহোরের বায়ুর স্কোর ২১২ অর্থাৎ সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

অন্যদিকে, ঢাকার বায়ুদূষণ স্কোর ১১৭ অর্থাৎ এখানকার বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। বিশেষ করে যাদের ফুসফুসজনিত রোগ, অ্যাজমাসহ এ ধরনের জটিলতা রয়েছে তাদের জন্য অস্বাস্থ্যকর।

রাস্তায় মাইকিং করে চিপসের প্যাকেট ও ডাবের খোসা কিনলেন মেয়র আতিক
                                  

ঢাকা: ‘এই ডাবের খোসা ২ টাকা, চিপসের প্যাকেট ১ টাকা, দইয়ের পাত্র ২ টাকা’, হ্যান্ডমাইক হাতে নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম হাঁকডাক শুরু করলেন।  

 

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১ টার পরে রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযানে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে মেয়র এই হাঁকডাক শুরু করেন।

 

সেসময় উপস্থিত ছিলেন আরও কয়েকজন কর্মকর্তা এবং কাউন্সিলর।  

এ সময় আশপাশে অনেকেই আগে থেকে বস্তা ভরে চিপসের প্যাকেট, ডাবের খোসা নিয়ে প্রস্তুত ছিলেন। মেয়র যখন হ্যান্ডমাইকে বলছিলেন তখনই তারা এসব বিক্রি করতে এগিয়ে এলেন। মেয়রের হাতে ধরিয়ে দিলেন বস্তা।  

 

মেয়রও শুনে নিলেন কত পিস আছে, প্রথমে ৪০০ পিস পরিত্যক্ত চিপসের প্যাকেট নগদ  ৪০০ টাকায় কিনে নিলেন তিনি। পরে আরও কয়েক বস্তা চিপসের প্যাকেট, টায়ারসহ অন্যান্য পরিত্যক্ত পণ্য নগদ টাকায় কিনে নেন তিনি।

 

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। সবাই যেন সচেতন হন ডেঙ্গু নিয়ন্ত্রণের। কারণ, সবাই সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসব পরিত্যক্ত টায়ার, দইয়ের পাত্র, ডাবের খোসা, চিপসের প্যাকেটে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা জন্মায়। আর এসবে যেন পানি জমে না থাকতে পারে, সে কারণে আমরা এসব কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবেন। ডিএনসিসির প্রতিটি কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে আপনারা এসব জমা দিয়ে নগদ অর্থ নিয়ে যাবেন।

 

জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন  (ডিএনসিসি)।

 

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ এসব পরিত্যক্ত দ্রব্যাদি জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবে। প্রতিটি ওয়ার্ডের কেনা পরিত্যক্ত দ্রব্যাদি প্রতিদিন নিয়মিত সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীরা নিকটবর্তী এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) -এ অপসারণ করবে। জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।

 

কোন পরিত্যক্ত দ্রব্য কত টাকা পর্যন্ত দেবে সে বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, চিপসের প্যাকেট বা সমজাতীয় প্যাকেট প্রতি ১০০টির জন্য ১০০ টাকা করে মূল্য দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একইভাবে আইসক্রিমের কাপ, ডিসপোজেবলব গ্লাস, কাপ ১০০টির জন্য ১০০ টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি ৫০ টাকা, প্রতি ডাবের খোসা ২ টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক ইত্যাদির পাত্র প্রতিটির জন্য ৩ টাকা করে দেবে ডিএনসিসি।

 

এছাড়া পরিত্যক্ত টায়ার প্রতিটি ৫০ টাকা, পরিত্যক্ত কমোড, বেসিন ইত্যাদি প্রতিটির জন্য ১০০ টাকা, পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি প্রতি কেজি ১০ টাকায় কিনে নেওয়া হবে।

রাস্তায় মাইকিং করে চিপসের প্যাকেট ও ডাবের খোসা কিনলেন মেয়র আতিক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মে ৬, ২০২৪
 
রাস্তায় মাইকিং করে চিপসের প্যাকেট ও ডাবের খোসা কিনলেন মেয়র আতিক 

ঢাকা: ‘এই ডাবের খোসা ২ টাকা, চিপসের প্যাকেট ১ টাকা, দইয়ের পাত্র ২ টাকা’, হ্যান্ডমাইক হাতে নিয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম হাঁকডাক শুরু করলেন।  

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১ টার পরে রাজধানীর কুড়িল প্রগতি সরণিতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও মশক নিধন অভিযানে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে মেয়র এই হাঁকডাক শুরু করেন।

 
সেসময় উপস্থিত ছিলেন আরও কয়েকজন কর্মকর্তা এবং কাউন্সিলর।  

 

এ সময় আশপাশে অনেকেই আগে থেকে বস্তা ভরে চিপসের প্যাকেট, ডাবের খোসা নিয়ে প্রস্তুত ছিলেন। মেয়র যখন হ্যান্ডমাইকে বলছিলেন তখনই তারা এসব বিক্রি করতে এগিয়ে এলেন। মেয়রের হাতে ধরিয়ে দিলেন বস্তা।  

মেয়রও শুনে নিলেন কত পিস আছে, প্রথমে ৪০০ পিস পরিত্যক্ত চিপসের প্যাকেট নগদ  ৪০০ টাকায় কিনে নিলেন তিনি। পরে আরও কয়েক বস্তা চিপসের প্যাকেট, টায়ারসহ অন্যান্য পরিত্যক্ত পণ্য নগদ টাকায় কিনে নেন তিনি।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে আমরা এ কার্যক্রম হাতে নিয়েছি। সবাই যেন সচেতন হন ডেঙ্গু নিয়ন্ত্রণের। কারণ, সবাই সচেতন না হলে সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসব পরিত্যক্ত টায়ার, দইয়ের পাত্র, ডাবের খোসা, চিপসের প্যাকেটে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশা জন্মায়। আর এসবে যেন পানি জমে না থাকতে পারে, সে কারণে আমরা এসব কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছি। আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবেন। ডিএনসিসির প্রতিটি কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে আপনারা এসব জমা দিয়ে নগদ অর্থ নিয়ে যাবেন।

জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজনন স্থল এবং পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্যাদি সাধারণ মানুষের কাছ থেকে কিনে নেওয়ার উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন  (ডিএনসিসি)।

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ এসব পরিত্যক্ত দ্রব্যাদি জমা দিয়ে নগদ অর্থ সংগ্রহ করতে পারবে। প্রতিটি ওয়ার্ডের কেনা পরিত্যক্ত দ্রব্যাদি প্রতিদিন নিয়মিত সংগ্রহ করে পরিচ্ছন্নতা কর্মীরা নিকটবর্তী এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) -এ অপসারণ করবে। জনগণকে সম্পৃক্ত করে প্রতিটি ওয়ার্ডকে পরিচ্ছন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছে সংস্থাটি।

কোন পরিত্যক্ত দ্রব্য কত টাকা পর্যন্ত দেবে সে বিষয় বিশ্লেষণ করে দেখা গেছে, চিপসের প্যাকেট বা সমজাতীয় প্যাকেট প্রতি ১০০টির জন্য ১০০ টাকা করে মূল্য দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। একইভাবে আইসক্রিমের কাপ, ডিসপোজেবলব গ্লাস, কাপ ১০০টির জন্য ১০০ টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি ৫০ টাকা, প্রতি ডাবের খোসা ২ টাকা, মাটি, প্লাস্টিক, মেলামাইন, সিরামিক ইত্যাদির পাত্র প্রতিটির জন্য ৩ টাকা করে দেবে ডিএনসিসি।

এছাড়া পরিত্যক্ত টায়ার প্রতিটি ৫০ টাকা, পরিত্যক্ত কমোড, বেসিন ইত্যাদি প্রতিটির জন্য ১০০ টাকা, পরিত্যক্ত প্লাস্টিকের দ্রব্যাদি প্রতি কেজি ১০ টাকায় কিনে নেওয়া হবে।

ঝড়ে রাজধানীতে ভেঙে পড়েছে গাছ, ধসে পড়েছে দেওয়াল
                                  

নিজস্ব প্রতিবেদক : কালবৈশাখী ঝড়ে রাজধানীর কাকরাইলে গাছ ভেঙে পড়েছে। অন্যদিকে, মোহাম্মদপুরে ধসে পড়েছে একটি অর্ধপাকা ঘরের দেওয়াল। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার (৫ মে) রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, কাকরাইলে একটি গাছ ভেঙে রাস্তায় পড়ে। রাত ১০টা ৫০ মিনিটের পর আমাদের কাছে এ সংবাদ আসে। এরপর একটি টিম কাকরাইল গিয়ে গাছ সরিয়ে নেয়।

তিনি বলেন, অপরদিকে মোহাম্মদপুর এলাকায় একটি অর্ধপাকা ঘরের দেওয়াল ধসে পড়েছে। সেখানেও আমাদের একটি টিম যাচ্ছে কাজ করার জন্য।

এর আগে রাত ১০টার পর রাজধানীতে বজ্রপাতের সঙ্গে শুরু হয় বৃষ্টি। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। এতে গরমে স্বস্তি ফিরে নগরে।

টানা কয়েক সপ্তাহের প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে সর্বপ্রথম বৃহস্পতিবার রাতে ঢাকায় বৃষ্টি নামে। এরপর ধীরে ধীরে কমতে থেকে ঢাকার তাপমাত্রা। সবশেষ রোববার দুপুরে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার থেকে দেশের ৮ বিভাগেই ঝড়-বৃষ্টি বাড়তে পারে। এতে তাপপ্রবাহের তীব্রতা এবং আওতা আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
                                  

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন পিকআপ ভ্যানচালক বাবুল চিশতি (৪৫) ও কবির হোসেন (৫০)।

রোববার (৫ মে) দিনগত রাত পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত পৌনে ৩টার দিকে পিকআপ ভ্যানচালক বাবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৬ মে ভোর সাড়ে ৫টার দিকে মারা যান কবির হোসেন।

তরিকুল ইসলাম নামে এক পথচারী জানান, গতরাতে মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের রাস্তায় পিকআপ ভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দুইজন।

তিনি আরও জানান, নিহত দুইজনের বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট ও ভেদরগঞ্জে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ডেমরা-দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৫ চাঁদাবাজ গ্রেপ্তার
                                  

ঢাকা: অবৈধভাবে পরিবহনে চাঁদা উত্তোলনের সময় রাজধানীর ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে ৫ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

গ্রেপ্তার চাঁদাবাজরা হলেন- মো. চাঁন মিয়া (৪০), মো. লিটন (৫০), মো. সুমন (৪২), শ্রী সঞ্জিত চন্দ্র দাস (৩৮), মো. আল আমিন (২২)।

অভিযানে তাদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৭ হাজার ২০০ টাকা এবং ৪টি কাঠের লাঠি উদ্ধার করা হয়।
রোববার (৫ মে) দুপুরে সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, শনিবার (৪ মে) থেকে রোববার (৫ মে) সকাল পর্যন্ত দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কদমতলী এলাকা ও ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তার আসামিরা আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিল।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় আন্তজেলা ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে অশোভন আচরণের মাধ্যমে ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে অবৈধভাবে জোর করে চাঁদা আদায় করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা হয়েছে। সে সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা
                                  

রাজধানীর বনানীতে সড়ক অবরোধ ছেড়ে দিয়েছেন শ্রমিকরা। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য তারা অপেক্ষা করছেন। এর আগে বিনা নোটিশে সৈনিক ক্লাবের সামনে গার্মেন্টস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

পরে সকাল ১১টার পর পুলিশের মধ্যস্থতায় সড়ক ছেড়ে দেন শ্রমিকরা। তারা মালিকপক্ষের সঙ্গে সমঝোতার জন্য অপেক্ষা করছেন।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, বিনা নোটিশে নেপারেল গার্মেন্টস লিমিটেড বন্ধ করে দেওয়া হয়। তাদের বেতন বকেয়া রয়েছে। এ কারণে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এদিকে সড়ক অবরোধ ছেড়ে দিলেও এর প্রভাব পড়েছে মহাখালী থেকে বিমানবন্দর পর্যন্ত প্রায় সব সড়কে। এই সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

পুলিশ বলছে, গাড়ির চাপ ধীরে ধীরে স্বাভাবিক হলে সড়কে যানজট থাকবে না।

এ বিষয়ে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক বলেন, নেপারেল গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানা বন্ধের প্রতিবাদ করেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে আনা হয়েছে। এখন সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

তিনি বলেন, আমরা গার্মেন্টসটির মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা শ্রমিকদের সঙ্গে সমঝোতার জন্য আসবে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বনানী সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বিমানবন্দর সড়ক পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছেন তাদের ভোগান্তি আরও বেশি।

রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ কাটা হবে: মেয়র তাপস
                                  

ঢাকা: রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ দোকানপাট খোলা রাখলে ডিপিডিসিকে সঙ্গে নিয়ে বিদ্যুৎ সংযোগ কেটে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, চলমান তাপদাহের মধ্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৮টার পর বন্ধ রাখার যে আহ্বান বিদ্যুৎ বিভাগ রেখেছে, তা সবাইকে মানতে হবে।

রাত ৮টার পর দোকান বন্ধ রাখার এ নিয়ম যে নতুন নয়, সে কথা মনে করিয়ে দিয়ে মেয়র তাপস বলেন, আমরা কয়েক বছর আগেই এ ঘোষণা দিয়েছি। আমরা অভিযান পরিচালনা করবো। এখন থেকে প্রত্যেক অঞ্চলে যৌথ অভিযান পরিচালনা করবো।

তিনি আরও বলেন, যারা রাত ৮টার পরে দোকানপাট খোলা রাখবে, বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যবসা-বাণিজ্য করার চেষ্টা করবে, আমরা ডিপিডিসিকে সঙ্গে নিয়ে তাদের সংযোগগুলো বিচ্ছিন্ন করবো, যাতে ৮টার পর আর কোনো ব্যবসা-বাণিজ্য করতে না পারে।

এপ্রিলের শুরু থেকে চলছে একটানা তাপদাহ। তীব্র গরমের মধ্যে ভোগান্তি বাড়িয়েছে বিদ্যুতের লোডশেডিং। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, সোমবার সারা দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ২০০ মেগাওয়াট। ওই সময়ে বিদ্যুৎ বিতরণ হয়েছে ১২ হাজার ৭৫৩ মেগাওয়াট। অর্থাৎ ঘাটতি ছিল তিন হাজার ৪৪৭ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের এ ঘাটতির কারণে গত কয়েক দিনে দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে।

এ অবস্থায় গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, গত ১৫ বছরে বিদ্যুৎ খাতে ‘অভূতপূর্ব সাফল্য’ অর্জিত হলেও চলমান তাপদাহে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিক হারে বেড়েছে। তা সত্ত্বেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে কাজ করছে। একইসঙ্গে গ্রাহকদের আরও পরিমিত ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে আহ্বান জানাচ্ছে।

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে গ্রাহকদের সহযোগিতা চেয়ে ৮ দফা করণীয় তুলে ধরা হয়েছে বিজ্ঞপ্তিতে। এগুলো হলো-

১. রাত ৮টার পর শপিংমল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখুন।

২. নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান, শপিংমল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকুন।

৩. সরকারি নির্দেশনা অনুযায়ী হলিডে স্ট্যাগারিং প্রতিপালন করুন।

৪. এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর ওপরে রাখুন।

৫. দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হুকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকুন।

৬. বেআইনিভাবে ইজিবাইক ও মোটরচালিত রিকশার ব্যাটারি চার্জিং থেকে বিরত থাকুন।

৭. বিদ্যুৎ অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।

৮. বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

এছাড়া বিদ্যুৎ সেবা নিয়ে যেকোনো অভিযোগ বা তথ্যের জন্য বিদ্যুৎ বিভাগের হট লাইন নম্বর ১৬৯৯৯ এ যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

বাড্ডা এলাকায় দীর্ঘ লোডশেডিং-পানি সংকট, গরমে অতিষ্ঠ জীবন
                                  

রাজধানীর বাড্ডা এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় পানির সংকট দেখা দিয়েছে। এমনিতেই তীব্র তাপপ্রবাহ চলছে, তার ওপরে বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সবচেয়ে বেশি কষ্টে আছে এসব এলাকার শিশুরা। শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হচ্ছে। সঙ্গে যোগ হয়েছে মশার উপদ্রব।

সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মধ্যবাড্ডা এলাকায় টানা লোডশেডিং ছিল। এরপর দুপুর ১টা থেকে বিকেল ৫টার পর পর্যন্ত লোডশেডিংয়ে ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। বিকেল ৫টার পর বিদ্যুৎ এলেও কিছু সময় পর ফের লোডশেডিং শুরু হয়। রাত ৯টা পর্যন্ত টানা বিদ্যুৎ ছিল না এসব এলাকায়।

তবে, এ প্রতিবেদন লেখার সময় বিদ্যুৎ আসে। এছাড়া বাড্ডা এলাকায় বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত এবং পরে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না।

খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর রামপুরা থেকে বসুন্ধরা পর্যন্ত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) ১৩২ কেভি বৈদ্যুতিক তারের লাইন ছিঁড়ে যাওয়ায় বাড্ডা, মধ্যবাড্ডা এলাকায় দীর্ঘসময় লোডশেডিং হয়েছে। মাঝে কিছু সময় টঙ্গী পাওয়ার স্টেশন থেকে বিদ্যুৎ এনে এসব এলাকায় সরবরাহের চেষ্টা করা হলে টঙ্গী স্টেশনে অতিরিক্ত চাপ পড়ায় সেটিও সম্ভব হয়নি।

এত দীর্ঘসময় লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে এসব এলাকার সাধারণ মানুষকে। একদিকে বিদ্যুৎ না থাকায় ফ্যান ও এসি কিছুই চালাতে পারছেন না সাধারণ মানুষ, অন্যদিকে দেখা দিয়েছে পানির সংকট। বিদ্যুৎ না থাকায় রিজার্ভ ট্যাংকে পানিও তোলা সম্ভব হচ্ছে না। মোবাইলে চার্জ শেষ হয়ে যাওয়ায় প্রয়োজনীয় যোগাযোগ করতে পারছেন না অনেকে। তীব্র গরমে বিদ্যুৎ আর পানির সংকটে এক ধরনের অসহায় হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

বাড্ডা এলাকার বাসিন্দা কাজী মাসুম বলেন, সারাদিন অফিসে ছিলাম। স্ত্রী ফোন করে জানালো বাসায় বিদ্যুৎ নেই। বাচ্চাদের নিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে আছি। অফিস থেকে এসে দেখি বিদ্যুৎ নেই, পানিও নেই। যে গরম পড়তেছে, এর মধ্যে পানি-বিদ্যুৎ না থাকায় খুব খারাপ অবস্থা হয়েছে আমাদের।

একই এলাকার নাফিসা বেগম বলেন, গরমে সারাদিনই বলতে গেলে বিদ্যুৎ নেই। চিন্তা করেন কী অবস্থা আমাদের। বাচ্চারা অনেক বিরক্ত করতেছে। সারাদিনই এত কষ্টে গেছে বলার মতো না। বিদ্যুৎও নেই, পানিও নেই।

বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে এসব এলাকার মানুষ বাসা থেকে বেরিয়ে অলি-গলিতে ভিড় করছেন। রিজভী নামের একজন বলেন, গরমে বাসায় থাকা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ নেই রাস্তায় হাঁটাহাঁটি করছি। বিদ্যুৎ এলে রুমে যাবো। এ অবস্থায় রুমে গেলে গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হবে।

জানতে চাইলে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মো. জাকির হোসেন বলেন, রামপুরা থেকে বসুন্ধরা পিজিসিবির ১৩২ কেভি লাইন ছিঁড়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে। মাঝে টঙ্গী স্টেশন থেকে বিদ্যুৎ এনে সাপ্লাই দেওয়ার চেষ্টা করেছিলাম। অতিরিক্ত চাপের কারণে সেটিও সম্ভব হচ্ছে না। এখনো ১০০ মেগাওয়াট লোডশেডিং আছে। এক ঘণ্টার মধ্যে পুরো লাইন চালু হলে সমস্যা কেটে যাবে।


   Page 1 of 83
     রাজধানী
ক্রেতা আসতে শুরু করেছে গরুর ফার্মে
.............................................................................................
অভিজাত এলাকায় অভিজাত ময়লা পেয়েছি : মেয়র আতিক
.............................................................................................
ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু
.............................................................................................
মহাখালী বাস টার্মিনালের অবৈধ ২৫ দোকান উচ্ছেদ
.............................................................................................
ছায়ানটে রবীন্দ্র-উৎসব, আজ শেষ দিন
.............................................................................................
ওড়না নিয়ে খেলার সময় ফাঁস লেগে শিশুর মৃত্যু
.............................................................................................
কেমিক্যালে কলা পাকানোয় ব্যবসায়ীকে জরিমানা
.............................................................................................
ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রির নিচে
.............................................................................................
বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি
.............................................................................................
রাস্তায় মাইকিং করে চিপসের প্যাকেট ও ডাবের খোসা কিনলেন মেয়র আতিক
.............................................................................................
ঝড়ে রাজধানীতে ভেঙে পড়েছে গাছ, ধসে পড়েছে দেওয়াল
.............................................................................................
রাজধানীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২
.............................................................................................
ডেমরা-দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৫ চাঁদাবাজ গ্রেপ্তার
.............................................................................................
পুলিশের মধ্যস্থতায় বনানীর সড়ক ছাড়লেন শ্রমিকরা
.............................................................................................
রাত ৮টার পর দোকান খোলা রাখলে বিদ্যুৎ সংযোগ কাটা হবে: মেয়র তাপস
.............................................................................................
বাড্ডা এলাকায় দীর্ঘ লোডশেডিং-পানি সংকট, গরমে অতিষ্ঠ জীবন
.............................................................................................
মোহাম্মদপুরে ৩৩ কেজি গাঁজাসহ আটক ২
.............................................................................................
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
.............................................................................................
স্প্রে ক্যাননের পানিতে শিশু-কিশোরদের সঙ্গে ভিজলেন মেয়র আতিক
.............................................................................................
মধ্যরাতে সীমান্ত স্কয়ারে আগুন
.............................................................................................
মুগদায় ময়লার গাড়ির ধাক্কায় কিশোর নিহত
.............................................................................................
রাজধানীতে পশুপাখির ব্যতিক্রমী মেলা
.............................................................................................
তামাকজাত পণ্যের কর ও মূল্যবৃদ্ধির দাবিতে মানববন্ধন
.............................................................................................
টঙ্গীতে আগুনে পুড়লো খাদ্যপণ্যের ১২ গুদাম
.............................................................................................
বঙ্গবাজারে চলছে দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযান
.............................................................................................
প্রথম কর্মদিবসে সচিবালয়ে ঈদের আমেজ
.............................................................................................
কারওয়ান বাজারে সাংবাদিকের গাড়িতে ছিনতাই
.............................................................................................
ছুটির আমেজ ব্যাংকপাড়ায়, প্রভাব মেট্রোরেলেও
.............................................................................................
কর্মরত অবস্থায় কর্মী মারা গেলে পরিবারকে ৮ লাখ টাকা দেবে ডিএনসিসি
.............................................................................................
মধ্যরাতেও নিউমার্কেটে মানুষের ঢল, জমজমাট বেচাকেনা
.............................................................................................
মেট্রোরেল পরিকল্পনায় আসছে পুরান ঢাকাও
.............................................................................................
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬
.............................................................................................
বাংলাদেশ অর্গানিক প্রডাক্ট ম্যানুফাকচার এ্যাসোসিয়েশনের ইফতার ও আলোচনা সভা
.............................................................................................
রাজধানীতে জমজমাট ঈদের কেনাকাটা
.............................................................................................
৮২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
.............................................................................................
নামীদামি ব্রান্ডের ভেজাল ওষুধ বিক্রয় চক্রের ৩ আসামীকে গ্রেফতার ভেজাল ওষধ উদ্ধার
.............................................................................................
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
.............................................................................................
আজ থেকে এক ঘণ্টা বেশি চলবে মেট্রোরেল
.............................................................................................
বৃষ্টির কারণে কমেছে তরমুজের দাম, আছে অভিযোগও
.............................................................................................
ডেমরায় আগুন: খেলার সামগ্রীতে পূর্ণ ছিল ভবনটি
.............................................................................................
ঢাকায় ৮ কেজির তরমুজ মিলবে ৩০০ টাকায়, ২০০ টাকায় ৬ কেজি
.............................................................................................
রাজধানীতে বিপুল প্যাথেডিনসহ তিনজন গ্রেফতার
.............................................................................................
ঢামেকের ইনজেকশন বিক্রি করে দিচ্ছিলেন ২ নার্স, হাতেনাতে ধরা
.............................................................................................
রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক
.............................................................................................
সারা দেশে ১ দিনের জন্য রেস্তোরাঁ বন্ধের হুমকি
.............................................................................................
হোটেল-রেস্তোরাঁর সামনে ইফতার বিক্রি, নেই স্বাস্থ্যবিধি
.............................................................................................
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও ২ জনের মৃত্যু
.............................................................................................
৫৯৫ টাকা কেজি গরুর মাংস কিনতে খলিলের দোকানে ভিড়
.............................................................................................
অস্বাস্থ্যকর বায়ু নিয়ে ঢাকা আজ পঞ্চম স্থানে
.............................................................................................
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২
.............................................................................................

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত । ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com
   All Right Reserved By www.dailyasiabani.com Dynamic Scale BD