অনলাইন ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দের ছোটভাকলায় খলিল উদ্দিন শেখ (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তর। রোববার (২০ মার্চ) রাতে ভাগলপুর চর মৌকুড়ীর খানকা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।
বৃদ্ধের পরিবার জানিয়েছে, রাতে এশার নামাজ পড়তে মসজিদে যান খলিল শেখ। ফেরার পথে কে বা কারা তাকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।
খলিল শেখ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর মাইটকুড়া গ্রামের হাচেন শেখের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
নিহতের জামাই ফরহাদ সরদার বলেন, ‘আমার শ্বশুর রাতে মসজিদে এশার নামাজ পড়তে যান। রাত ৮টার দিকে স্থানীয় সাব্বির নামে এক কিশোর ওই এলাকার কলাবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় শ্বশুরকে পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন।’
তিনি বলেন, ‘ওনার সঙ্গে কারও শত্রুতা ছিল বলে আমাদের জানা নেই। তিনি সাদাসধে মানুষ ছিলেন।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com