জেলা প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে হাওরে ডুবে সানজিদা আক্তার নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সানজিদা উপজেলার কাচেরহাটি এলাকার মেহেদী হাসানের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সানজিদা আক্তার খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী হাওরের পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পানিতে ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com