গত ১২ জুন ২০২২ খ্রিঃ তারিখ তথাকথিত অনলাইন নিউজ পোর্টাল ৭১ ভিশন (71vision.com)-এ ‘ইন্দুরকানীর পাড়েরহাটে খোলা জাযগায় মল মুত্র ত্যাগের করে পরিবেশ দুষণের অভিযোগ উপজেলা নির্বাহীর কাছে অভিযোগ’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, আমার বসবাসরত ঘরের টয়লেট থেকে মলমূত্র খোলা স্থানে ফেলা হয় যাহা আদৌ সত্য নয়। আমার ঘরের টয়লেট থেকে বের হওয়া মলমূত্র ঘরের বাইরে বসানো ১৮টি কংক্রিট এর রিং দিয়ে তৈরি সেফটিক ট্যাংকে জমা হয়। এছাড়া আরও অভিযোগ করা হয়েছে যে, আমার পালনকৃত দুইটি গরুর মলমূত্র খোলা স্থানে ফেলার কারণে আশপাশে বসবাসরত লোকজন এর দুর্গন্ধ থেকে রক্ষা পেতে ঘরের দরজা জানালা বন্ধ করে রাখে। এ অভিযোগটিও আদৌ সত্য নয়। আমি প্রতিদিন গোয়াল ঘরের অবর্জনা নিজে পরিষ্কার করে গোয়াল ঘর থেকে কমপক্ষে ৫০০ ফুট দূরে গর্তে ফেলি। ফলে এ থেকে কোন দুর্গন্ধ সৃষ্টির সুযোগ নাই। এছাড়া আমার গোয়াল ঘর ঘেঁষে কোন ঘরও নাই। আমার গোয়াল ঘরের বিষয়ে নিকটতম প্রতিবেশীরাও আমার কাছে কিংবা অন্য কোন দপ্তরেও কখনো কোন অভিযোগ দেয় নাই। মূলত যে অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই মোঃ হারুনুর রশিদ পান্না’র ঘর আমার গোয়াল ঘর হতে কমপক্ষে ৩০০ ফুট দূরে অবস্থিত। এছাড়া পান্না নিয়মিত আমার কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করত। মূল ঘটনা হলো আমি বিদ্যালয়ের যে স্থান ভাড়া নিয়ে বসবাস করি তার মধ্যে একটি মৃত মেহগনি গাছ গত ১৫ মে ২০২২ খ্রিঃ তারিখ জোরপূর্বক কেটে নিতে চেয়েছিল পান্না। তবে এ কাজে আমি তাকে বাধা দেওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার কাছ থেকে গরুর দুধ নেওয়া বন্ধ করে দেয়। এর পাশাপাশি এক সপ্তাহ পর ২২ মে ২০২২ খ্রিঃ তারিখ আমার বিরুদ্ধে ইন্দুুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেয় যা আদৌ সত্য নয়। এরপর সে গত ১২ জুন ২০২২ খ্রিঃ তারিখ বিকেলে আমার ঘরের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারতে উদ্যত হয়। এ ঘটনায় আমি পরের দিন ইন্দুরকানী থানায় পান্নার বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি দায়ের করি যাহার জিডি নং- ৫৩৫/২২। এতে সে আরও ক্ষিপ্ত হয়ে তথাকথিত অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে যার লেখা ও বাক্য ভুলে ভরা। মূলত আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং পান্নার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় সে আমার উপর ক্ষিপ্ত হয়েছে। উল্লেখ্য, পান্না ২০০৭ সালে পাড়েরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য থাকাকালীন প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্থ আশ্রয়ন প্রকল্পের ত্রাণের মালামাল আত্মসাৎ করে যা ওই এলাকার সকলেরই জানা এবং এ ঘটনায় একটি মামলা এখনও আদালতে চলমান রয়েছে। এছাড়া তার আপন চাচা এডভোকেট রুহুল আমীন ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে বিরোধীতাকারী একজন চিহ্নিত রাজাকার। আমার বিরুদ্ধে ভবিষ্যতে এ ধরণের অসত্য, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com