অনলাইন ডেস্ক : ময়মনসিংহে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ১টার দিকে নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের গাঙ্গাইল গ্রামে ফুটবল খেলার সময় তিন কিশোর নিহত হয়।
এ ছাড়া সদরের দড়ি কুষ্টিয়া গ্রামে ব্রহ্মপুত্র নদের নালায় মাছ ধরতে গিয়ে আরও দুইজন মারা যায়।
তারা হলেন- গাঙ্গাইল গ্রামের আবু সাঈদ (১৪), শাওন মিয়া (১৩), স্বাধীন (১৪)। কুষ্টিয়া গ্রামের বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে গাঙ্গাইল গ্রামে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাত হয়। এতে তিনজন কিশোরের শরীর ঝলসে যায়। পরে স্থানীয়রা নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com