চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বালুভর্তি ডাম্পট্রাকের হেলপার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ট্রাকের চালক। এ সময় আরো একটি পিকআপভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা যাওয়ার সময় বারইয়ারহাট খাগড়াছড়ি লেভেল ক্রসিংয়ে একটি বালুভর্তি ডাম্পট্রাক উঠে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গেইটম্যান আনোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের।
দুর্ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া তিনটার দিকে হেলপার মুরসালিন (২০) মারা যান। তিনি লক্ষ্মীপুর জেলার আন্ধারমানিক গ্রামের শামসুল আলমের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হন ট্রাকের চালক মো. শাহ আলম (৫৫)। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান ,বুধবার আনুমানিক রাত ২টায় দু’জন এক্সিডেন্টের রোগী আসেন। তাদের মধ্যে মুরসালিন নামে এক ব্যক্তি মারা যান, অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, বুধবার রাত রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা যাওয়ার সময় একটি ডাম্পট্রাক রেললাইন ক্রস করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার নিহত হন এবং ড্রাইভার গুরুতর আহত হন। দুর্ঘটনায় গেইটম্যান আনোয়ারের কোনো গাফিলতি থাকলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com