জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, প্রাইভেটকারটি মাঝেমধ্যে মাদক পরিবহনের আড়ালে টেকনাফ-কক্সবাজার রোডে (অনিয়মিত) যাত্রী বহন করে থাকে।
ওসি আরও জানান, গোপন তথ্যে খবর পেয়ে কক্সবাজারের কলাতলী সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্ট বসিয়ে ওই প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। এসময় প্রাইভেটকারের চালক করিম উল্লাহকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে চালক ইয়াবা থাকার কথা অস্বীকার করেন। পরে গাড়িটি কলাতলি সেভেন স্টার ওয়ার্কশপে এনে বিভিন্ন অংশ খুলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ইঞ্জিনের নিচে এসি মেশিনের পাশে বিশেষ কায়দায় লুকানো ১০টি কালো প্যাকেটে ২০ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়।
ওসি আরও জানান, এ ঘটনায় মামলা করে করিম উল্লাহকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com