আগস্টে নয়, ৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস উৎযাপনের আহ্বান
স্টাফ করেসপন্ডেন্ট : সম্প্রীতির বাংলাদেশ নির্মাণে ৩০ জুলাই `বিশ্ব বন্ধু দিবস` উৎযাপনের আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস) ও বাংলাদেশ বন্ধু দিবস উৎযাপন পর্ষদ।
বৃহস্পতিবার ( ২৮ জুলাই) সংগঠনের সভাপতি রাহাত হুসাইন ও সাধারণ সম্পাদক ইমরান হোসাইন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
নেতৃদ্বয় বলেন, জাতি সংঘের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জুলাই হচ্ছে বিশ্ব বন্ধু দিবস। অথচ আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি একটি মহল শোকের মাস আগস্টের প্রথম রবিবার বন্ধু দিবস পালন করছে। যা মোটেও সমীচীন নয়। জাতি সংঘ ঘোষিত সকল দিবস একদিন পালন হলেও বন্ধু দিবস ভিন্ন-ভিন্ন ভাবে পালন হচ্ছে। আমরা একদিনেই বন্ধু দিবস পালন করতে চাই। এ জন্য আপনাদের সকলের সহায়তা কামনা করছি।
৩০ জুলাই বিশ্ব বন্ধু দিবস উৎযাপনের সকল বন্ধুপ্রতিম সংগঠনের সহায়তাও কামনা করেন নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com