সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ায় ৫ পুলিশ সদস্যকে বদলি
আন্তর্জাতিক ডেস্ক : সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ায় স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টরসহ পাঁচ পুলিশ সদস্যকে বদলি করা হয়েছে।
ভারতের তামিলনাড়ুর নাগাপত্তিনাম জেলা পুলিশ সুপার এই আদেশ দেন। শুক্রবার (৫ আগস্ট) এ খবর প্রকাশ করে এনডিটিভি।
খবরে বলা হয়, গত রোববার তামিলনাড়ুর মায়িলাদুথুরাই জেলার সেম্বানারকোভিল এলাকায় সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। এতে ওই পাঁচ পুলিশ সদস্য অংশ নিয়ে র্যাম্পে হাঁটেন।
তারা হলেন রেণুকা, অশ্বিনী, নিত্যশিলা, শিবানেসান ও স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর সুব্রহ্মণ্যম। তারা বর্তমানে সেম্বানারকাইল থানায় কর্মরত আছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com