রাণীশংকৈলে হাজি দবিরউদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ৩ আগষ্ট বুধবার সকালে হাজি দবিরউদ্দিন চৌধুরী বালিকা উচ্চবিদ্যালয় কাতিহারে বিদ্যালয়ের হল রুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রমথ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৈয়ব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার বলালউদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ওবায়দুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সবুর আলম,সাবেক প্রধান শিক্ষক তাজুল ইসলাম চৌধুরী, ঐ স্কুলের শিক্ষক ওমর দারাজ নুর বিল্পব,শিক্ষক স্বাধীন চন্দ্র, অভিভাবক সদস্য অনেশ চন্দ্র রায়। অভিভাবক সমাবেশে প্রায় ২শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসবুর আলম বলেন, আমারদায়ীত্ব পাওয়ার ২/১মাস হয়েছে এর মধ্যেই আমি অভিভাবক সমাবেশের আয়োজন করেছি যেন ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা যায়, তিনি আরও বলেন সকল শিক্ষাকদের নিয়ে আলোচনা করেই সব ক্লাস নেওয়ার ব্যাবস্থা করবে বলে অভিভাবক সমাবেশে তিনি বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন খায়রুল আলম।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com