কুমিল্লায় হামলায় রক্তাক্ত বিএনপি নেতা বুলুকে হাসপাতালে ভর্তি
অনলাইন ডেস্ক : কুমিল্লায় হামলায় আহত বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান খান।
এর আগে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বরকত উল্লাহ বুলুর ওপর হামলার অভিযোগ উঠে। তার সহধর্মিণী ও সফর সঙ্গীদের ওপরও হামলার খবর পাওয়া যায়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বিপুলাসার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com