বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট জেলার বিশ্বনাথ উপজেলায় যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইটের উপর হামলা ও বিএনপি জামায়াতের দেশবিরোধী নৈরাজ্যেমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ (সেপ্টেম্বর) সোমবার বিকেলে উপজেলা ও পৌর কৃষকলীগ, শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ পৌর শহরে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি বিশ্বনাথ নতুন বাজারের রামাপাশা রোডস্থ সিএনজি চালিত অটোরিক্সা স্ট্যান্ড থেকে বের হয়ে বিশ্বনাথ সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে পূনরায় সেখানে গিয়ে শেষ হয়। প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সহ সভাপতি মারফত আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, সহ সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সহ প্রচার সম্পাদক সুনীল বৈদ্য, পৌরকৃষক লীগ আহবায়ক বিকাশ মালাকার, সদস্য আলতাফুর রহমান, সমুজ আলী, কবির মিয়া, কানু রঞ্জন দেব, বিজয় দে, মাসুক মিয়া, লিটন মিয়া, বাদল দাশ, নুর মিয়া, নুরুল আমিন, ০৬ নং ওয়াড পৌরকৃষক লীগ সভাপতি জমির আলী, শ্রমিক লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, জুনাব আলী জুনাই, যুবলীগ নেতা রাজু আহমদ খান, নাসির উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন ও জাকির হোসেনসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
|