সুন্দরবন পশ্চিম রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোছাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আবুল হোসেন একজন মোটরসাইকেলচালক। সে সুন্দরবনের চোরাশিকারীদের কাছ থেকে একটি জবাই করা হরিণ কিনে নিয়ে আসছিল। এ সময় সন্দেহবশত স্থানীয়রা তাকে আটক করে। পরে বস্তা ভরা হরিণের মাংস দেখে বন বিভাগকে খবর দেয়। বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে হরিণের মাংস ও মোটরসাইকেলসহ আবুল হোসেনকে আটক করে।
তিনি আরও বলেন, আটক আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com