সালমান হোসেন, জুড়ী প্রতিনিধি : গত কয়েক দিন থেকে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আবহাওয়ার পরিবর্তনে মানুষের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। গরম যাওয়ার পর শীতের আগমনে দিনে সূর্যের প্রখর তাপ আর সন্ধ্যার পর থেকে হিমেল হাওয়ার সঙ্গে ঘনকুয়াশায় এ ধরনের বৈরী আবহাওয়া সৃষ্টি হয়েছে। ব্যতিক্রমী এমন আবহাওয়ায় সঙ্গে খাপ খেতে না পারায় শিশুসহ বিভিন্ন বয়সি লোকজন নানা রোগে আক্রান্ত হচ্ছেন। সরকারি হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের দীর্ঘ লাইন দেখা দিয়েছে।
সরেজমিনে রবিবার জড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে শিশু ও বৃদ্ধসহ ২০০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের বেশির ভাগ ঠান্ডাজনিত বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। এদের মধ্যে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা সহ বিভিন্ন রোগে আক্রান্ত। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সুহেল মিয়া, রফিকুর রহমানসহ অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, হঠাৎ করে কুয়াশা ও ঠান্ডা শুরু হয়েছে। এতে তারাসহ পরিবারের শিশু ও বৃদ্ধরা নানা রোগে আক্রান্ত হয়েছেন। তিন-চার দিন থেকে অনেকের জ্বর, কাশি, সর্দি ও শরীরে ব্যথার মতো রোগ রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাহিদ উপজেলা স্বাস্থ্য কমপ্লের সুলতানা রনি জানান, `গরমের বিদায়ে শীতের আগমনে আবহাওয়া বদলানোর কারণে মানুষ জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন ১৫০-১৮০ জন রোগী দেখা হলে বেশির ভাগ এই রোগে আক্রান্ত। ৪৫ জন শিশু দেখলে এর মধ্যে ৪০ জনই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। শীতের কারণে গরম মোটা কাপড় ব্যবহারের পাশাপাশি সচেতন হলে এ রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যাবে ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com