বিক্ষোভের পর চীনের বিভিন্ন নগরীতে পুলিশের ব্যাপক তৎপরতা
অনলাইন ডেস্ক : চীনের প্রধান নগরী বেইজিং ও সাংহাই নগরীতে মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। রাজনৈতিক স্বাধীনতা এবং কোভিড লকডাউন অবসানের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এমন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বিগত কয়েক দশকের মধ্যে চীনের নেতৃত্বকে এমন ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে দেখা যায়নি। এক্ষেত্রে বিরামহীন লকডাউন এবং দেশটির রাজনৈতিক দিকনির্দেশনা প্রশ্নে জনগণের গভীর হতাশা আগুনে ঘি ঢালার কাজ করছে। খবরে আরো বলা হয়, রোববার চীনের প্রধান শহরগুলোতে কোভিডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। চীনে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের এমন ক্ষোভের বহি:প্রকাশ বিরল ঘটনা।
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকিতে গত সপ্তাহে ভয়াবহ আগুনের ঘটনা জনগণের এমন ক্ষোভের আরেকটি অনুঘটক হিসেবে কাজ করে। সপ্তাহান্তে চীনের বিভিন্ন নগরীর রাস্তায় লোকজনকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। বিক্ষোভকারীরা জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণের বিধিনিষেধ বলবৎ থাকায় সেখানের উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হয়। বাসস
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com