ভিডিও জার্নালিস্ট মোবারক হোসেন শুভ ওপর হামলা: ব্যবস্থা নেবে বিএনপি
মিয়া আবদুল হান্নান : সময় টিভির ভিডিও জার্নালিস্ট মোবারক হোসেন শুভর ওপর হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আজ ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তিনি উপরোক্ত কথা বলেন। সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, গণমাধ্যমের স্বাধীনতায় বিএনপি বিশ্বাসী। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিএনপি অতীতেও পদক্ষেপ নিয়েছে; ভবিষ্যতেও এ বিষয়গুলোতে কঠোর থাকবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরো বলেন, সময় টেলিভিশনের ড্রোন ভেঙে দেয়াসহ উদ্ভূত পরস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিএনপি।বিএনপির নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স অভিযোগ করে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করছে এ সরকার। সাংবাদিকরা বেশি নির্যাতনের শিকার বিরোধী মত দমনে ক্ষমতাসীনরা অপচেষ্টা চালাচ্ছে। এ জন্য সারা দেশে প্রশাসনকে ব্যবহার করে দমন-পীড়ন চালাচ্ছেন ক্ষমতাশীন এ সরকার। তিনি আরও বলেন, সভা-সামবেশে প্রতিবন্ধকতা তৈরি করছে ক্ষমতাসীনরা। কর্মসূচি পালনে বাধা দিতে চক্রান্ত অব্যাহত রেখেছেন তারা। চট্টগ্রামে ১০ জন গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।প্রসঙ্গত, গতকাল ১৬ জানুয়ারি সোমবার নয়াপল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশের চিত্রধারণ করছিলেন সময় টিভির ভিডিও জার্নালিস্ট মোবারক হোসেন শুভ। একপর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় তার ড্রোন ক্যামেরা ভেঙে দিয়ে সঙ্গে থাকা গোপ্রো ক্যামেরা, মোবাইল ফোন, ক্রেডিট ও ডেবিট কার্ডসহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।
চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেমসহ প্রায় ৬০০ জনকে আসামি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাগুলো করে পুলিশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com