শরীয়তপুরের নড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নুরুল ইসলাম নুরু (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) রাতে নড়িয়া পৌরসভার ব্র্যাক অফিসের সামনে প্রেমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নুরুল ইসলাম নুরু নড়িয়া পৌরসভার দক্ষিণ নড়িয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুইজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে নড়িয়া বাজার থেকে শরীয়তপুর সদরের দিকে যাচ্ছিলেন। নড়িয়া-শরীয়তপুর সদর সড়কের প্রেমতলা এলাকায় পৌছালে নুরু সড়ক পার হচ্ছিলেন। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে ওই পথচারীকে ধাক্কা দিয়ে মোটরসাইকেলটির চালক পালিয়ে যায়। পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার সময় পদ্মা সেতু হাইওয়ে সড়কে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com