‘সিনেমা বানানোর জন্য সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে’
অনলাইন ডেস্ক : ইতোমধ্যে ‘জয়ললিতা’ সিনেমায় অভিনয় করার মধ্য দিয়ে রাজনীতিক চরিত্রে নিজেকে সফল করেছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। তারই ধারাবাহিকতায় আবারও একটি রাজনীতিকের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে নির্মাণাধীন সিনেমায় অভিনয় করছেন তিনি। এর নাম ‘ইমার্জেন্সি’।
এতে তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করছেন। সিনেমাটি নির্মাণ হচ্ছে কঙ্গনার প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মস থেকে। এটি বানাতে গিয়ে নিজের সব সম্পত্তি বন্ধক রাখতে হয়েছে তাকে। শুটিং শেষে নিজের ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ তথ্য শেয়ার করেছেন বলিউডের এই তারকা।
পোস্টে কঙ্গনা বলেন, এই সিনেমা বানাতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। শরীর অসুস্থ নিয়েই শুটিং করতে হচ্ছে আমাকে, এমনকি সিনেমার খরচ বহন করতে নিজের সব সম্পত্তি বন্ধক পর্যন্ত রাখতে হয়েছে।
তিনি বলেন, এসব কথা আগে বলিনি কারণ কিছু মানুষ আমার ব্যর্থতা দেখতে চায়। তাদের এ সুযোগ দেইনি আমি।
চলতি বছরই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন কঙ্গনা।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com