আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থিত মন্টেরি পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজনের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গোলাগুলির ওই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো। জানা যায়, এ ঘটনায় আগের দিন মন্টেরি পার্কে চীনা নববর্ষ উৎসব উদযাপনের জন্য হাজার হাজার মানুষ জড় হয়েছিলেন।
এদিকে, গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।
ওই এলাকার একটি খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত তার কাছে ছুটে এসে বলেন গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। তারা আমাকে দ্রুত দোকান বন্ধ করতে বলেন। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলিও ছিল।
মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষ বসবাস করেন, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভুত।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com