অনলাইন ডেস্ক : নবগঠিত ষষ্ঠ মানবাধিকার কমিশন ১ মাস ১৪ দিনে মানবধিকার লঙ্ঘনের ১৯০টি অভিযোগ পেয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘মানবধিকার সুরক্ষায় গণমানুষের প্রত্যাশা: গণমাধ্যম ও জাতীয় মানবধিকার কমিশনের সমন্বিত প্রয়াস’ শীর্ষক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।
নতুন কমিশনের ১ মাস ১৪ দিনের কার্যক্রম জানিয়ে সভায় বলা হয়, কমিশন ১৯০টি অভিযোগ পেয়েছে। এক জেলায় গণশুনানি, দুই জেলার কারাগার পরিদর্শন, দুই জেলার হাসপাতাল পরিদর্শন করা ছাড়াও পাঁচ জেলায় মানবধিকার প্রতিরোধ ও সুরক্ষামূলক কাজ করেছে কমিশন। এ সময়েই কমিশন গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে ৩৪টি সুয়োমোটো গ্রহণ করেছে।’
নতুন কমিশনের কার্যক্রম উল্লেখ করে জাতীয় মানবধিকার কমিশনের নতুন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইনের আলোকে স্বপ্রণোদিত হয়ে অভিযোগ গ্রহণ ও তদন্ত করতে পারে। এ প্রেক্ষিতে গণমাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে কমিশন স্বপ্রণোদিত হয়ে আমলে নেয় ও পদক্ষেপ গ্রহণ করে।’
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com