পাবনায় সুন্দর হাতের লেখা - ২০২৩ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
ফজলুর রহমান খান, পাবনা প্রতিনিধিঃ পাবনায় সুন্দর হাতের লেখা/২০২৩ প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডরাইটিং এসোসিয়েশন এর আয়োজনে ও প্রাইভেট টিটার্স ট্রেনিং ইন্সটিটিউট এর সহযোগিতায় গত শনিবার ১১ মার্চ আর এম একাডেমি স্কুল এন্ড কলেজ এর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা সুলতানা ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন আর এম একা ডেমি স্কুল এন্ড কলেজ এর সহকারী প্রধান শিক্ষক শেখ হেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়াই ডাব্লিউ সিএ অধ্যক্ষ হেনা গোস্বামী, ডেঙ্গারগ্রাম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সহকারী প্রধান শিক্ষক মাহমুদুল হক, স্কয়ার স্কুলের সহকারী শিক্ষক মামসুদা আখতার, সহকারী শিক্ষক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন হস্তলিপির গবেষক লেখক, প্রতিষ্ঠাতা বাংলাদেশ হ্যান্ডরাইটিং অলিম্পিয়ার্ড অগাস্ট কাশেদ ইরন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com