কক্সবাজার জেলা কারাগারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
আবু সায়েম, কক্সবাজার : কক্সবাজার জেলা কারাগারের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’এ প্রতিপাদ্যে কক্সবাজার জেলা কারাগারে উদযাপিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (১৭ মার্চ) সকালে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জনানো হয়।শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সুযোগ্য জেল সুপার মো. শাহ আলম খানের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কারাগারের অভ্যান্তরে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কেক কাটা, বন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।এরপর কারা কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে বিশেষ আলোচনা করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com