মিয়া আবদুল হান্নান : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মাইনাসের চেষ্টা চলছে লন্ডনে থাকা দণ্ডিত অপরাধী তারেক রহমানের সঙ্গে জুম মিটিং করে বিএনপির নেতারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। আজ ১৭ মার্চ শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে অ্যাডভোকেট কামরুল ইসলাম এসব কথা বলেন।
অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপির রাজনীতি থেকে খালেদা জিয়াকে মাইনাস করার চেষ্টা চলছে। বর্তমান নেতারা লন্ডনে থাকা দণ্ডিত অপরাধী তারেক রহমানের সঙ্গে জুম মিটিং করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আন্দোলন নিয়ে তারা দলটির চেয়ারপারসনের সঙ্গে কোনও আলোচনা করছেন না। বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম এমপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচনের সুযোগ নেই জানিয়ে বলেন, ‘এই তত্ত্বাবধায়ক সরকারই তারেককে পিটিয়ে হুইল চেয়ারে বসিয়েছিল। তারা (বিএনপি) আবার বেহায়ার মতো তত্ত্বাবধায়ক সরকার চায়। এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না। সংবিধানের বাইরে একচুল যাওয়ার সুযোগ নাই। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য কামরুল ইসলাম আরও বলেন, বিএনপি অভিযোগ করে তাদের রাজনীতি করার কোনো স্পেস দেয়া হচ্ছে না। কিন্তু তারাতো ক্ষমতায় থাকতে কম জুলুম করেননি। আমাদের নেতাকর্মীদের পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা বলে গণতন্ত্র নাই, তাদের স্পেস দেয়া হয় না। কিন্তু তারা কী করেছিল দেশের মানুষ তা জানেন।
জনগণ বিএনপির কোনো উসকানির ফাঁদে পা দেবে না দাবি করে আওয়ামী লীগের এ সিনিয়র নেতা অ্যাডভোকেট আরও বলেন, আপনাদের কোনো আন্দোলনে লাভ নাই। জনগণ আপনাদের সঙ্গে নাই। যতই মানুষকে উস্কানি দিন না কেন, মানুষের বিশ্বাস আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওপর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে আসতে তাঁদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com