রুপালি পর্দার স্বপ্ন নিয়ে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লিখিয়েছিলেন এক সময়ের দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাথীয়া জাহিদ। চার শো’র অধিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এরপর নাম লেখান চলচ্চিত্রে। ২০১৩ সালে চিত্রতারকা শাকিব খানের বিপরীতে ‘নিষ্পাপ মুন্না’ সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। সর্বশেষ মুক্তি পায় ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ সিনেমা।
তারপর আর অভিনয়ে দেখা যায়নি তাকে। জীবনের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বিয়ে করে হয়েছেন সংসারী। তবে সবকিছু সামলে ফের অভিনয়ে ফিরতে চান তিনি। ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। এখন ছোট পর্দায় অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখতে চান সাথীয়া। পাশাপাশি নাটক প্রযোজনাতেও আগ্রহ রয়েছে তার। সাথীয়া বর্তমানে স্বামী ও তিন ছেলে সন্তানকে নিয়ে রাজধানীর গুলশানে বসবাস করছেন
ক্যারিয়ার নিয়ে আবার নতুন করে কী ভাবছেন? জানতে চাইলে সাথীয়া বলেন, ক্যারিয়ার নিয়ে বর্তমানে অনেক সিরিয়াস। মাঝে ইচ্ছে করেই একটু দূরে সরে গিয়েছিলাম। পারিবারিক কারণে বেশ কিছুদিন দেশের বাইরে থাকতে হয়েছে। নতুন করে কাজে ফিরতে চাই। গড়পড়তা সিনেমাতে কাজ করার ইচ্ছে নেই। নায়িকাকে শোপিস বানিয়ে নায়কনির্ভর যেসব সিনেমা হয় সে ধরনের সিনেমাতে কাজ করতে রাজি নই। গল্পনির্ভর সামাজিক গল্পে কাজ করতে চাই। অভিনয়ের জন্য বর্তমানে নিজেকে পুরোপুরি প্রস্তুত করেছি। এখন ছোট পর্দায় নিজেকে ব্যস্ত রাখতে চাই।
সাথীয়া জাহিদ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ক্যারিয়ারের তৃতীয় চলচ্চিত্র ‘চায়না মামা’। টিভিসি ও নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com