বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে ওই ইউনিয়নের বেলাই গ্রামের রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইদুল ইসলাম (২৫) উপজেলার বেলাই কারুন্ডা পাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। স্থানীয়রা জানান, সাইদুল ইসলাম নেশায় আসক্ত ছিলেন। এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে খুন করা হতে পারে। নিহতের স্ত্রী শাকিলা বেগম জানান, শুক্রবার (১৯ মে) সকাল ৯টায় গ্রিলের কাজ করার উদ্দেশ্যে সাইদুল পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীন রাজা বিরাট এলাকায় যায়। তবে কাজ শেষে সেখান থেকে সাইদুল রাতে বাড়ি ফেরেনি। পরে তার মোবাইলে একাধিক বার কল দিয়ে বন্ধ পেয়েছি। শনিবার সাড়ে ৬টায় এলাকায় সংবাদ পেয়ে জানতে পারি আমার স্বামীকে ছুরিকাঘাতে খুন করে রাস্তায় ফেলে রেখে গেছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, শনিবার সকালে গ্রামের কাঁচা রাস্তায় সাইদুলের মরদেহ পড়েছিল। তার পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com