বিএনপি নেতা চাঁদকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রলীগের
অনলাইন ডেস্ক : রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
রোববার (২১ মে) রাত সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।
সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম ঘোষণা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলতে চাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি বিএনপির এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা না হয় তাহলে ভোরের আলো ফোটার পর বাংলাদেশ ছাত্রলীগের কাফেলা রাজশাহীতে তার বাড়ির দিকে যাবে। সে দায়ভার বাংলাদেশ ছাত্রলীগ নেবে না। বাংলাদেশ ছাত্রলীগ জানে কিভাবে এ ধরনের খুনিদের শায়েস্তা করতে হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com