দক্ষ হয়ে বিদেশে যাবেন সেই দেশের ভাষা কালচার শিখে নিবেন : হুসাইন মোহাম্মদ হাই
মিয়া আবদুল হান্নান : কোভিট-১৯ মরণঘাতী মহামারি সংক্রান্ত কারণে কাজ না পেয়ে বিদেশ থেকে নিঃস্ব হয়ে চলে আসি। এদিকে সংসারের নানা সমস্যা কোন উপায় খুঁজে পাচ্ছিলাম না, এমন সময় ব্র্যাকের একজন কর্মীর সাথে আমার পরিচয় হয়, তার মাধ্যমে জানতে পারি যারা বিদেশ থেকে ফেরত আসছে তাদেরকে সহযোগিতা করা হয়। তারপর থেকে ব্র্যাকের সাথে যুক্ত হয়েছি।
আবার নতুন করে মনের সাহস খুঁজে পেয়েছি। তিন মাস ট্রেনিং করেছি। আজ উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ হাই জকি`র হাত থেকে ইন-কাইন্ড সাপোর্ট এর চেক পেয়ে খুশিতে আত্মহারা হয়ে দুই চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন ধামরাই উপজেলার কাওয়ালী পাড়া নিবাসী বিমল চন্দ্র দাস। বিমল চন্দ্র দাসসহ ২২ জনকে ধামরাই উপজেলায় প্রয়াস প্রকল্প থেকে আর্থিক ভাবে সহযোগিতা করা হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং দক্ষতা উন্নয়নের যৌথ আয়োজনে, প্রয়াস প্রকল্পের উদ্যোগে, স্ট্যান্ডার্ট চার্টার ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় আজ বুধবার ২৪ মে ধামরাই উপজেলা পরিষদ হল রুম নির্যাতিত নিষ্পেষিত বিদেশ ফেরত অভিবাসীদের পুনঃএকত্রীকরণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন মোহাম্মদ হাই জকি। উক্ত সভায় ব্র্যাক জেলা প্রতিনিধি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন স্ট্যান্ডার্ট চার্টার ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট ম্যানাজার আফসানা আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ হাসান।
ব্র্যাক ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন, এছাড়া আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার, কৃষি অফিসার, ধামরাই উপজেলা সমবায় অফিসারসহ সরকারি বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, বিদেশ ফেরত, সাংবাদিক, মাইগ্রেশন ফোরাম সদস্য অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মোহাম্মদ হাই জকি প্রয়াস প্রকল্পের কার্যক্রমের আপডেট শুনে খুবই প্রশংসা করেন এবং বলেন আগামীতে ধামরাই উপজেলায় এই ধরনের কার্যক্রম পরিচালনার জন্য তিনি অনুরোধ জানান। বিদেশ যাবার আগে দক্ষতার বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন একজন কর্মী দক্ষ হয়ে বিদেশ গেলে যে টাকা বেতন পাবেন অদক্ষ হয়ে বিদেশ গেলে তা পাবেন না। তাই বিদেশ যাবার পূর্বে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে, দক্ষ হয়ে, যে দেশে যাবে সেই দেশের ভাষা, আচার-আচরণ( কালচার) শিখে তার পর বিদেশ যাবার তিনি আহবান জানান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com