মিয়া আবদুল হান্নান : ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে আজ বৃহস্পতিবার ২৫ মে সকাল ১১ টায় রাজধানী ঢাকার সাভার উপজেলাস্থ সাভার ইউনিয়ন পরিষদে সিটিসি মিটিং এর আয়োজন করা হয়। সিটিসি মিটিংয়ে সভাপতিত্ব করেন সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিটিসি কমিটির সভাপতি হাজী মোঃ সোহেল রানা। মাইগ্রেশন ও রিইন্টিগ্রেশন সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন মানব পাচার কি, মানব পাচার কেন হয়, মানব পাচারের কারণ, অনিয়মিত অভিবাসনের কুফল, নিরাপদ অভিবাসনের পূর্ব শর্ত এবং প্রয়োজনীয় ডকুমেন্ট বিশেষ করে জেলা কর্মসংস্থান ও জনশক্তি প্রশিক্ষণ ব্যুরো অফিসের রেজিস্ট্রেশন, পাসপোর্ট, মেডিকেল সার্টিফিকেট, ভিসা, ওয়ার্ক পারমিট, নিয়োগপত্র ও চুক্তিপত্র, দুইটি ব্যাংক একাউন্ট খোলা, স্মার্ট কার্ড সংগ্রহ ও প্লেনের টিকেট ইত্যাদি বিষয় গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে হাজী মোঃ সোহেল রানা বলেন, ইউনিয়ন পরিষদের সিটিসি মিটিংগুলো নিয়মিত হয় না, তাই মিটিং গুলো নিয়মিত করার জন্য পরামর্শ দেন। তিনি বলেন মানব পাচার একটি সমস্যা , এই সমস্যা দূর করতে হলে একসাথে কাজ করতে হবে। গ্রামে পাড়ায় মানুষকে সচেতন করতে হবে সেই জন্য উপস্থিত জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তি একসাথে মিলে কাজ করতে হবে। আগামী শুক্রবার বাদ জুমায় প্রত্যেক ইউনিয়ন পরিষদ মেম্বারদের মসজিদে উপস্থিত থেকে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মানব পাচার প্রতিরোধে আলোচনা করার নির্দেশনা প্রদান করেন। সবাই মিলে একসাথে কাজ করলে নিরাপদ অভিবাসন নিশ্চিত হবে এবং মানব পাচার প্রতিরোধ হবে। আমাদের দেশ অর্থনৈতিকভাবে সচল হবে। সিটিসি মিটিংয়ে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সচিব, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার, ইউনিয়ন পরিষদ পুরুষ মেম্বার, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, শিক্ষক, ইমাম, বিদেশ ফেরত, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মোট ৩২ জন। বক্তারা সবাই নিজ নিজ এলাকায় নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করবে বলে একাত্মা প্রকাশ করেন।
|