বৃষ্টিতে ভিজে নীলক্ষেত মোড় অবরোধ সাত কলেজ শিক্ষার্থীদের
অনলাইন ডেস্ক : বৃষ্টির মধ্যেই রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। সিজিপিএ শর্ত শিথিল করে মানোন্নয়ন পরীক্ষা নিয়ে পরবর্তী বর্ষে প্রমোশনের দাবিতে বিক্ষোভ করছেন তারা।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ১০টার দিকে নিউমার্কেট ওভারব্রিজের সামনে থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে এসে অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা ওভারব্রিজে জড়ো হওয়ার পর থেকে বৃষ্টি হচ্ছে। এদিকে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করছে পুলিশ।
শিক্ষার্থীরা বলছেন, তাদের দাবি মেনে নেওয়ার বারবার আশ্বাস দিয়েও বিশ্ববিদ্যালয় দাবি মেনে নিচ্ছে না। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনে নেমেছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]