রাজধানীর লালবাগে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, ভবন থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আগুন সম্পূর্ণভাবে নেভাবে কাজ করছে ফায়ার সার্ভিস।
তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ভবন থেকে ধোঁয়া বের হওয়ায় এখনও ফায়ার সার্ভিস কাজ করছে।
এর আগে, দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও সাতটি ইউনিট যোগ দেয়। মোট ৯টি ইউনিটের চেষ্টায় বিকেল ৩টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com