র্যাবের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার
আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার টেকনাফ থানাধীন সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় র্যাব- ১৫`র অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ১৬ নভেম্বর (বৃৃৃৃহস্পতিবার) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউনিয়ন মৌলভীপাড়া ও আশপাশ এলাকায় র্যাব-১৫ কর্তৃক আভিযানিক দল কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় অথবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
এসময় ২০ হাজার পিস ইয়াবাসহ অভিযান চালনাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে বদি আলম এবং এনায়েত উল্লাহ নামে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত মাদক কারবারীদ্বয়ের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামিরা হলো টেকনাফ সদর ইউনিয়নের মৃত আমির হোসেনের ছেলে বদি আলম ( ২৬) এবং একই এলাকার জহির আহাম্মদের পুত্র এনায়েত উল্লাহ (১৮)।
গ্রেফতার কৃত আসামিরা র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। আটককৃত মাদক কারবারীরা জানায়, তারা দীর্ঘদিন যাবত যোগসাজসে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় পরস্পর যোগসাজশে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে অভিনব পন্থা অবলম্বন করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেন।
র্যাব জানায়, র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। মাদক কারবারীরা প্রশাসনের চোখ ফাঁকি দিতে এ্যাডভান্স টিম গঠন’সহ ছদ্মবেশ ও নানাবিধ অভিনব পন্থায় দেশের বিভিন্ন জায়গায় মাদক ছড়িয়ে দিচ্ছে। এতে করে যুব সমাজ মাদকাসক্ত হয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার সব সময় অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন এবং আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার ( ল এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী জানান, ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]