র্যাবের অভিযানে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : র্যাবের অভিযানে কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকা থেকে আদালতের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৬ নভেম্বর ( বৃহস্পতিবার)র্যাব-১৫`র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লিংক রোড এলাকা থেকে কক্সবাজার সদর থানার মামলা নং ৮৬৩/১৭, ১৩৮ ধারা মোতাবেক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি আবু সাইদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মৃত নজির হোসেনের পুত্র আবু সাঈদ (৩৪)।
গ্রেফতারকৃত আসামি আবু সাঈদ বিভিন্ন স্থানে আত্মগোপন করে অবস্থান করছিল বলে স্বীকার করে।
র্যাব জানায়,র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিলগ্ন থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। র্যাব-১৫ দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত/সাজাপ্রাপ্ত/এজাহারভুক্ত আসামী, অস্ত্রধারী সন্ত্রাসী, অপহরণ, ধর্ষণ, খুন, ডাকাতি, চুরি-ছিনতাই এবং মাদকসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ নির্মূল ও মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ল এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী জানান, বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারকৃত আসামীকে উক্ত মামলায় পেনাল কোডের ১৩৮ ধারায় ০৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com