গাজীপুর: একমাত্র আয়ের উৎস একটি বাস। যা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘাড়ে ব্যাংক ঋণের বোঝা নিয়ে দিশেহারা বাসের মালিক দেলোয়ার হোসেন। বাসটি পুড়তে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। রোববার (১৯ নভেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা দেলোয়ার হোসেনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ময়মনসিংহের কোতোয়ালি থানা এলাকায় দেলোয়ার হোসেনের বাড়ি। তিনি পরিবার নিয়ে শহীদ বরকত সরণি এলাকায় বাসা ভাড়া থাকেন। ব্যাংক ঋণ নিয়ে তিনি একটি বাস কেনেন। নিজেই বাসটির চালক ছিলেন। তার আয়ের একমাত্র উৎস এ বাস। ঢাকা-শেরপুর রুটে চলে তার ওই বাসটি। প্রতিদিনের মতো তার বাসটি বাসার কাছে পুকুর পাড়ে দাঁড় করিয়ে দেলোয়ার হোসেন বাসায় যান। দুপুরে দুর্বৃত্তরা তার বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তিনি বাসের কাছে ছুটে এসে বাসটি পুড়তে দেখে। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে একটি হাসপাতালে নিয়ে যায়। এক পর্যায়ে স্থানীয়রা বাসের আগুন নেভায়।
গাজীপুর মেট্টোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক বাংলানিউজকে জানান, বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ পৌঁছানোর আগে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যারা বাসে আগুন দিয়েছে তাদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com