হামদর্দ ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে সমঝোতা চুক্তি
তারিখ
:
23-11-2024
সৌম্য মাহমুদ : হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মধ্যে রোগী পরিসেবা সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। হামদর্দের পক্ষে হামদর্দের চীফ মোতওয়াল্লী এবং ব্যবস্থাপনা পরিচালক ড. ইউসুফ হারুন ভূইঁয়ার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পরিচালক মার্কেটিং এন্ড সেলস্ হাকীম সাইফউদ্দিন মুরাদ।
বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কর্পোরেট অফিসে অনুষ্টিত "সাইনিং সেরেমনি" অনুষ্ঠানে হামদর্দের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা আবুল তৈমুর চৌধুরী, উপ-পরিচালক, মার্কেটিং, আবু মো. জাফর সাদেক, উপ-পরিচালক, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড রেগুলেটরি এফেয়ার্স এবং মার্কেটিং বিভাগের ঢাকাস্থ কর্মকর্তাবৃন্দ। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ডাঃ আহমেদ জাহিদ হোসেন, এডিশনাল ডিরেক্টর,মেডিকেল সার্ভিস সহ কর্পোরেট বিভাগের অনান্য কর্মকর্তাবৃন্দ। সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হামদর্দের পক্ষ থেকে হামদর্দের কার্যক্রম এবং ন্যাচারাল মেডিসিনের উপযোগিতা সম্পর্কে তুলে ধরা হয়। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকেও তাদের সার্বিক সেবা কার্যক্রম উপস্থাপন করা হয়।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]