জেলা প্রতিনিধি : দিনাজপুরে শীতের প্রতিনিয়ত ছন্দপতন ঘটছে। ধারাবাহিকতা নেই। তাপমাত্রা উঠানামার মধ্যে রয়েছে। তবে বুধবার মাঘের প্রথম দিনে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে দিনাজপুর।
এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে হিমেল বাতাস আর ঘনকুয়াশায় শীত অনুভূত হচ্ছে। এতে কষ্ট বেড়েছে ছিন্নমূল মানুষের।
এর আগে ১০ জানুয়ারি দিনাজপুরে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরেরদিন ১১ জানুয়ারি তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ১৩ জানুয়ারি ১৩ ডিগ্রি রেকর্ড করা হয়।
বিরল থেকে কাজের সন্ধানে আসা আবুল হোসেন জানান, আজ হঠাৎ করেই কুয়াশা ও ঠান্ডা বাতাস শুরু হয়েছে। বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ছে। এতে করে শীত বেড়েছে। তাই কাজ পাওয়া যাচ্ছে না। সদর উপজেলার কিষাণ বাজার এলাকার ফরিদ হোসেন জানান, কুয়াশা ও হিমেল বাতাসের কারণে মাঠে কাজ করতে পারছেন না। এরকম শীত চলতে থাকলে রবি শস্য পরিচর্যা কিছুটা ব্যাহত হবে।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বুধবার দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ২৪ ঘণ্টায় বাতাসের গড় গতিবেগ ছিল ৩ কিলোমিটার। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]