বিআইএ-র `ব্যাংকাসুরেন্স` প্রশিক্ষণ সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত
তারিখ
:
15-01-2025
মঈন মাহমুদ : ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি কর্তৃক পরিচালিত তিন দিন ব্যাপি অনুষ্ঠিত ব্র্যাক ব্যাংক পিএলসি-এর জন্য আয়োজিত ব্যাংকাসুরেন্স` বিষয়ক প্রশিক্ষণ-কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ১৪, জানুয়ারি রাজধানীর মহাখালীর একাডেমি ভবনে অনুষ্ঠিত হয়।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। অতিরিক্ত সচিব মোঃ সাঈদ কুতুবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মেটলাইফ বাংলাদেশের সিইও, আলাউদ্দিন আহমেদ, প্রগতি লাইফ ইন্সুরেন্স (পিএলসি) ব্যাবস্হাপনা পরিচালক জালালুল আজিম, ব্র্যাক ব্যাংক (পিএলসি) উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন সহ আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির প্রধান অনুষদ সদস্য এস.এম. ইব্রাহিম হোসাইন, ACII. ও কোর্সের সমন্বয়ক ছিলেন হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নাজমুল হক।
উল্লেখ, বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি কর্তৃক ব্যাংক ও বীমাকারীর যৌথ প্রচেষ্টায় বীমা পণ্য বিপণন ব্যবস্থা বহুমুখীকরণের লক্ষ্যে এবং গ্রাহকগণের দ্রুত ও নির্ভরযোগ্য বীমা সেবা নিশ্চিত করতে ব্যাংকাসুরেন্স প্রশিক্ষণ কোর্সটির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক পিএলসি থেকে মোট ৮১ জন কর্মকর্তা উক্ত প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি সচিব নাজমা মোবারেক প্রশিক্ষণের গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন এবং প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]