পরকীয়া প্রেমিকের সঙ্গে এক দড়িতে ফাঁস নিলেন প্রবাসীর স্ত্রী
তারিখ
:
02-02-2025
অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক প্রবাসীর স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুজনে একই দড়িয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহননের পথ বেছে নেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃতব্যক্তিরা হলেন, রহনপুর পৌর এলাকার খয়রাবাদ মহল্লার মালয়েশিয়া প্রবাসী সান মোহাম্মদ সনুর স্ত্রী টুশি বেগম (২৪) ও টুশির পরকীয়া প্রেমিক রাকিব (২৮)। রাকিব জেলার শিবগঞ্জ উপজেলার আরগাড়াহাট গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে শ্বশুরবাড়িতে প্রেমিককে নিয়ে অবস্থান করছিলেন টুশি। এলাকাবাসী বিষয়টি জেনে গেলে লোকলজ্জার ভয়ে দুজনেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। টুশি দুই সন্তানের মা।
রাতে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]