আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য আসা বিদেশি ডাক্তারদের ভ্যাট প্রত্যাহার
তারিখ
:
02-02-2025
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানে বিদেশ থেকে আগত চিকিৎসকদের ভ্যাট অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২ ফেব্রুয়ারি) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ অনুসারে চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সেবা এবং বেসরকারি পর্যায়ে চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে মূল্য সংযোজন কর অব্যাহতি করায় আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য স্বাস্থ্য অধিদফতর বা সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের আমন্ত্রণে আগত বিদেশি চিকিৎসকগণের অনুকূলে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, হোটেল ভাড়া, এর ক্ষেত্রে মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করা হলো।
২০১২ সালের মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের ১২৬ ধারার ৩ নম্বর উপধারার ক্ষমতাবলে এই অব্যাহতি দিয়েছে এনবিআর।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]