বিশ্ব ইজতেমা মাঠে সাইফুল ইসলাম (৪৮) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬ জনে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) তাবলিগ জামাতের শুরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন। সাইফুল ইসলাম নরসিংদীর মাদবদী থানার রংপুর এলাকার ইমাম উদ্দিনের ছেলে।
হাবিবুল্লাহ রায়হান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইফুল ইসলাম তার খিত্তায় হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। বিশ্ব ইজতেমা ময়দানে তার জানাজা শেষে মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।
এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ জন মুসল্লির মৃত্যু নিশ্চিত করেন ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]