বাণিজ্য মেলা শুরু কাল, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
তারিখ
:
31-12-2024
আগামীকাল বুধবার (১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৫। পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মেলায় এবার স্টল ও প্যাভিলিয়ন থাকছে ৩৬১টি। সাতটি দেশের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন এতে। এবারের আয়োজনে যুক্ত হচ্ছে বেশকিছু নতুনত্ব। জুলাই-আগস্ট অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের সম্মানার্থে তৈরি করা হচ্ছে শহীদ মুগ্ধ ও আবু সাঈদ কর্ণার এবং তারুণ্যের প্যাভিলিয়ন।
মেলা উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে সংবাদ ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দীন জানান, মেলাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ চলছে। এ সময় অ্যাপের মাধ্যমে টিকিট কেনার পদ্ধতি উদ্ধোধন করেন তিনি।
বাণিজ্য মেলায় প্রবেশে টিকিটের জন্য প্রাপ্ত বয়স্কদের গুণতে হবে ৫০ টাকা। ১২ বছরের নিচে হলে টিকেট মূল্য অর্ধেক।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]