সরকার নির্বাচন দিলে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে-বিশ্বনাথে লুনা
তারিখ
:
03-01-2025
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথের খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে ও ওমান সালালাহ বিএনপির সভাপতি দুলাল মিয়ার অর্থায়নে ৩ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (৩ জানুয়ারি ) সকালে খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুস শহীদ ও দপ্তর সম্পাদক শিহাব উদ্দিনের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট ২-আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আমরা স্বাধীন স্বৈরাচার মুক্ত দেশ পেয়েছি। স্বৈরাচার যে অন্যায় অপকর্ম করেছে তা ক্ষমার নয়। তারা যে কত টাকা লুটপাট করেছিল, এ টাকা যদি দেশের কাজে লাগতো দেশ অনেকটা এগিয়ে যেতো। সামনে আমাদের প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগনের ভোটের মাধ্যমে বর্তমান সরকার নির্বাচন করে দিলে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এ জন্য বিএনপিকে বিজয়ী হতে হলে সকল নেতাকর্মীদের বিভেদ ভুলে এক সাথে কাজ করতে হবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন । তিনি আরোও বলেন, পাশাপাশি বিভিন্ন দূর্যোগে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ ও সমাজ সেবায় যে ভূমিকা রাখছেন প্রবাসীগন তার জন্য তিনি সকল প্রবাসীদের ধন্যবাদ জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক গোলজার খান, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম খান, প্রবাসী বিএনপি নেতা তোফাজ্জল হক। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন,বিএনপি ৫ নং ওয়ার্ড নেতা আবু সাঈদ,ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম।উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি খালেদ মিয়া ও কোরআন তেলোয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী।
প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২-৭১৯৩৮৭৮ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪
Web: www.dailyasiabani.com ই-মেইল: [email protected]